বিয়ের পরও মিডিয়ায় কাজ করবেন নাবিলা
‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলার বিয়ে আজ। পাত্র জোবাইদুল হক রিম। পেশায় ব্যাংকার।
রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে আজ রাত ৮টায় নাবিলা ও রিমের বিয়ের অনুষ্ঠান হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নাবিলা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিয়ের পর অনেক তারকা মিডিয়ায় কাজ ছেড়ে দেন। তবে নাবিলা নিয়মিত কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘উপস্থাপনা নিয়মিত করব। আর অভিনয় আগের মতো বেছে বেছে করার ইচ্ছে রয়েছে।’
গত ২৩ এপ্রিল নাবিলা ও রিমের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। তাঁরা হলেন বন্যা মির্জা, মারিয়া নূর, স্পর্শীয়া, সাফা কবির, সোমনুর মনির কোনাল, সুমন পাটোয়ারী, আফরোজা পারভীন, ফারহানা নিশো প্রমুখ।
১৮ বছর আগে জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় বলে জানিয়েছেন নাবিলা। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
বাবার চাকরি সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।
২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি। বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন নাবিলা। এরপর এনটিভির ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠান উপস্থাপনা শুরু করে তিনি। দীর্ঘদিন এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নাবিলা। এরপর বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে মিডিয়ায় নিজের শক্ত ক্যারিয়ার গড়ে তোলেন নাবিলা।
২০১৬ সালে নাবিলা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।