বিয়ের পর অভিনয় চালিয়ে যাওয়া প্রসঙ্গে চটলেন সোনম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/26/photo-1524748723.jpg)
বলিউডের বাতাসে গুঞ্জন ছিল, চলতি বছরের মাঝামাঝি বিয়ের পিঁড়িতে বসতে পারেন সোনম কাপুর। সে গুঞ্জনকে সত্যি করে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে সাত পাঁকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। মে মাসের ৭ ও ৮ তারিখ দুদিনব্যাপী হবে সোনমের বিয়ের আনুষ্ঠানিকতা। আর বলিউডে নায়িকার বিয়ে মানেই অবধারিতভাবে একটি প্রশ্ন সামনে চলে আসা, বিয়ের পরও কি তিনি অভিনয় চালিয়ে যাবেন?
সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সোনম কাপুরকেও। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, সোনমের আসন্ন ছবি ‘ভিড়ে ডি ওয়েডিং’য়ের ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর এ প্রশ্নে চটে গিয়ে বেশ কড়া ভাষায় এর জবাব দেন সোনম। তিনি বলেন, ‘এ ধরনের চিন্তাধারা অনেক আগে মানুষের ছিল। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমার পাশে বসে থাকা কারিনা (কারিনা কাপুর) বড় উদাহারণ। তিনি বিয়ে করেছেন এবং শুটিংয়ের সেটে প্রায়ই তৈমুরকে নিয়ে তাঁকে আসতে দেখা গেছে। এতে পরিচালক-প্রযোজক, কারিনা কারোই তেমন সমস্যা হয়নি। শহিদ কাপুরও তো বিয়ে করেছেন। কেউ কি তাঁকে জিজ্ঞেস করেছেন, বিয়ের পর তিনি কাজ চালিয়ে যাবেন কি না? কেউ এই প্রশ্নটা পুরুষদের তো জিজ্ঞেস করেন না।’
বর্তমানে নিজের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম কাপুর। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আসন্ন ছবি ‘ভিড়ে ডি ওয়েডিং’, যা পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। প্রযোজনায় রয়েছেন রেহা কাপুর ও একতা কাপুর। চলতি বছরের ১ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।