চিকিৎসার জন্য জমি বিক্রি করতে গিয়ে মারা গেলেন মুনির
চলে গেলেন চলচ্চিত্রের স্থিরচিত্রগ্রাহক মোহাম্মদ মুনিরুদ্দিন মুনির (ইন্না লিল্লাহি…রাজিউন)। বিএফডিসিতে তিনি পরিচিত ছিলেন ‘কালা’ হিসেবে। গতকাল দিবাগত রাত ২টায় তিনি পঞ্চগড় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দির্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।
মুনিরুদ্দিনের মেয়ে নাসরিন আহম্মেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাত ২টায় পঞ্চগড়ে বাবা মারা গেছেন। তিনি সেখানে চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে জমি বিক্রির জন্য গিয়েছিলেন। তবে রাত দেড়টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আজ বাদ আসর পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হবে।’
ক্ষোভ প্রকাশ করে নাসরিন বলেন, ‘কিছুদিন আগে শিল্পী সমিতি থেকে বলা হয়েছিল বাবার চিকিৎসা বিনা খরচে করা হবে। খবর শুনে বাবা সারাদিন গিয়ে সেখানে বসে ছিলেন। তবে দিন শেষে দেখা গেল, ডায়ালাইসিসের বেলায় কিছুটা ছাড় দেওয়া হবে। তারপর তিনি গাজীপুরে নিজের বাসায় চলে আসেন। গত দুদিন আগে জাজ মাল্টিমিডিয়া বাবার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করাতে হতো বাবার। প্রতিবার চার হাজার টাকার মতো লাগত। গত আট মাসে আমাদের সব জমানো টাকা শেষ হয়ে যায়। এফডিসি থেকে কিছু মানুষ প্রথম দিকে কিছু টাকা দিলেও ছয় মাস ধরে কেও কোনো খরব নিচ্ছিল না। এক রকম ক্ষোভ নিয়েই বাবা গ্রামের বাড়িতে এসেছিলেন জমি বিক্রি করতে। তবে তা আর হলো না।’
বাবার জন্য দোয়া চেয়ে নাসরিন বলেন, ‘আমার বাবা সারা জীবন চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করে গেছেন। তাই আমাদের পরিবারের দিকে নজর দিতে পারেননি। আপনার সবাই দোয়া করবেন বাবা যেখানেই থাকেন যেন ভালো থাকেন।’
মোহাম্মদ মুনিরুদ্দিন মুনির ১৯৮৬ সাল থেকে চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পরিচালক এহতেশামের সঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিতেও কাজ করেছেন তিনি। মৃতুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।