অভিনেতা রিফাত চৌধুরীর পাশে রোকেয়া প্রাচী

কবি ও অভিনয়শিল্পী রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩০ এপ্রিল তিনি রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় আহত হন।
রিফাত চৌধুরীর ডান হাতের তিনটি হাড় ভেঙে গেছে বলে জানান তাঁর ভাই অভিনেতা কমল পাটেক। তাঁর হাতে অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
গত পরশু দিন রোকেয়া প্রাচী হাসপাতালে রিফাত চৌধুরীকে দেখতে গিয়েছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
রোকেয়া প্রাচী বলেন, ‘রিফাত ভাই তাঁর এক হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। তাঁর বয়সও হয়েছে অনেক। চিকিৎসকরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করছেন। আজকে রাতে অথবা কাল সকাল তাঁর সমস্ত রিপোর্ট পাওয়া যাবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কবে তাঁর অস্ত্রোপচার হবে।’
চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা শিল্পীরা সবাই তো একটা বড় পরিবার। পরিবারের কেউ অসুস্থ হলে পাশে তো দাঁড়াতেই হবে। হয়তো আমি পাশে না দাঁড়ালে অন্য কেউ দাঁড়াতেন। এটা রিফাত ভাইয়ের প্রতি পাশে থাকা নয়। আমি মনে করি, এটা আমার দায়িত্ব। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।’
অনলাইন পত্রিকার খবরের মাধ্যমে রিফাত চৌধুরীর দুর্ঘটনার খবর প্রথমে জানতে পেরেছিলেন বলে জানান রোকেয়া প্রাচী।