মারা গেছেন সুরমা ঘটক
পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আন্দোলনের নেত্রী, লেখক ও কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক মারা গেছেন ৷ শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে তাঁর মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছে এই সময়, প্রতিদিন সহ পশ্চিমবঙ্গের কয়েকটি পত্রিকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর।
মঙ্গলবার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় চেতলার সরকারি ভবনে। এরপর কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য হয়। দীর্ঘদিন শিলংয়ে নিজের বাপের বাড়িতে কাটিয়েছেন সুরমা। ঋত্বিক ঘটক ও সুরমা দেবীর তিন সন্তান: তাঁরা হলেন ঋতবান, সংহিতা ও শুচিশ্মিতা। শুচিশ্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। সংহিতা মারা যান বছর খানেক আগে। ছেলে ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত।
সুরমার প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।