কানে বলিউড অভিনেত্রীরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/11/photo-1526011811.jpg)
বিশ্বের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘ফেস্টিভ্যাল ডি কান’ বা কান চলচ্চিত্র উৎসব। প্রতিবছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসব ২০১৮-তে উপস্থিত থাকছেন বেশ কিছু বলিউড অভিনেত্রী। তাঁরা হাটবেন কানের লালগালিচায়। চলুন, দ্য ফ্রি এক্সপ্রেস জার্নালের সৌজন্যে জানি কোন বলিউড অভিনেত্রীরা মাতাবেন এবারের ৭১তম কান উৎসব।
কঙ্গনা রানাউত
এরই মধ্যে প্রথমবারের মতো গতকাল কান উৎসবের লালগালিচায় হেঁটেছেন কঙ্গনা। তাঁর পরনে ছিল জুহাইর মুরাদের নকশা করা রুপালি রঙের গাউন। গাউনের সঙ্গে কোনো অলংকার পড়তে দেখা যায়নি কঙ্গনাকে। অ্যালকোহলজাতীয় পানীয়ের ব্র্যান্ড গ্রে গুসের বাণিজ্যিক মুখপাত্র হিসেবে কানে গিয়েছেন কঙ্গনা। ১১ মে পর্যন্ত কান মাতাবেন তিনি।
দীপিকা পাডুকোন
কঙ্গনার মতো কানের লালগালিচায় গতকাল হেঁটেছেন দীপিকা পাডুকোনও। তিনিও পরেছেন জুহাইর মুরাদের নকশা করা গাউন। সাদা রঙের গাউনের পাশাপাশি তিনি পরেছিলেন লরারাইন স্কোয়াটার্য ব্র্যান্ডের হীরার দুল এবং নিকোলাস ক্রিকউড ব্র্যান্ডের হিল জুতা। আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের আমন্ত্রণে এবারের কান উৎসবে গিয়েছেন দীপিকা। আজও কানের লালগালিচায় হাঁটার কথা রয়েছে দীপিকার।
ঐশ্বরিয়া রাই
এবারের কান উৎসবেও থাকছেন কানে বলিউডের পোস্টার গার্ল খ্যাত ঐশ্বরিয়া রাই। এই নিয়ে ১৭ বারের মতো কানের লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া। ১২ মে ও ১৭ মে কানের লালগালিচায় হাঁটার কথা রয়েছে ঐশ্বরিয়ার। দীপিকার মতো তিনিও থাকছেন ল’রিয়েল ব্র্যান্ডের বাণিজ্যিক মুখপাত্র হিসেবে।
সোনম কাপুর
কান উৎসবের জন্য নিজের মধুচন্দ্রিমাকে বিসর্জন দিয়েছেন সম্প্রতি আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধা সোনম কাপুর। তাই এবারের কান উৎসবে দেখা যাবে তাঁকেও। দীপিকা-ঐশ্বরিয়ার মতো ল’রিয়েলের প্রতিনিধি হিসেবে এবার কান মাতাবেন সোনম। কানে সোনম আসবেন সবার শেষে। ১৪ ও ১৫ মে কানের লালগালিচায় হাঁটবেন তিনি।
হুমা কোরেশি ও মাহিরা খান
কান চলচ্চিত্র উৎসবে থাকছেন ‘রইস’ খ্যাত পাকিস্তানি তারকা মাহিরা খান ও হুমা কোরেশিও। দুজনে এরই মধ্যে ফ্রান্সের কান শহরের উদ্দেশে দেশ ছেড়েছেন। যদিও এখনো লালগালিচায় হাঁটেননি কেউ। বলিউড অভিনেত্রীদের সঙ্গে এবারের কানে থাকছেন ভারতীয় নকশাকারক মনীশ মালহোত্রাও। ঐশ্বরিয়া ও কারিনা কাপুরের পছন্দের এই নকশাকারককে দেখা যাবে আন্তর্জাতিক মডেল বেলা হাদিদের গাউনের নকশাকারক হিসেবে।