গলায় অস্ত্রোপচারের পরও অভিনয় ছাড়েননি কাবিলা
প্রায় দেড় বছর আগে গলায় অস্ত্রোপচার হয়েছিল কৌতুক অভিনেতা কাবিলার। তার পর থেকেই স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না। আস্তে কথা বললে তাঁর কথা শোনা যায় না। তারপরও তিনি চলচ্চিত্রে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি কাজ করছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে। গতকাল শুটিং স্পটে গিয়ে কাবিলার সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের। তখন জানালেন নিজের সীমাবদ্ধতা নিয়েও চলচ্চিত্রে কাজ করে যাওয়ার কথা।
কাবিলা বলেন, ‘এখন তো আর শব্দ করে কথা বলতে পারি না। তারপরও আমাকে ভালোবেসে যাঁরা কাজের জন্য ডাকেন, ভালোলাগা থেকেই কাজটা করতে আসি। আসলে নিজেকে সারা জীবন অভিনয়শিল্পী হিসেবে চিনেছি, সেভাবেই কাজ করে যেতে চাই আজীবন। যত দিন বাঁচি, চলচ্চিত্রে কাজ করেই বাঁচতে চাই।’
কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রে কাবিলা অভিনয় করলেও সেখানে কণ্ঠ দিয়েছিলেন আরেকজন। এ প্রসঙ্গে কাবিলা বলেন, ‘আমি যখন গলায় অপারেশন করাই, তখন সবাই মনে করেছিলেন, আমি বোধ হয় এবার মারা যাব। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আল্লাহ যদি চান, তবে আবারও নিজের মতো করে কথা বলতে পারব। আমি কথা বলি আমার স্টাইলে, অন্য কেউ ডাবিং করলে আমার মনে হয় অভিনয়টা হচ্ছে না। এরপরও যিনি ডাবিং করেছেন, তিনি অনেক ভালো করেছেন।’
চলচ্চিত্রে কৌতুক অভিনয় কমে যাচ্ছে বলে মন্তব্য করেন কাবিলা। বলেন, ‘এখন তো সবকিছুই কমে গেছে। সিনেমা হল কমেছে, অভিনয়শিল্পী কমেছে, সঙ্গে গুণী পরিচালক কমেছে। আর কৌতুক বোঝে এমন পরিচালক নেই বললেই চলে। তা হলে ছবিতে কৌতুক হবে কীভাবে? আগে তো বুঝতে হবে। আসলে ছবির মানও কমেছে, যে কারণে সবকিছুই একটু একটু করে কমছে।’
চলচ্চিত্র নিয়ে প্রত্যাশা জানতে চাইলে কাবিলা বলেন, ‘আসলে ভালো চলচ্চিত্র নির্মাণ হলে তা দর্শক দেখবে। আমি মনে করি, আরো ভালো হওয়া উচিত চলচ্চিত্র। একসময় সিনেমা হলে গিয়ে ছবি দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না মানুষের। কিন্তু সময় বদলেছে, যে কারণে মানসম্পন্ন ছবি উপহার দিলে অবশ্যই দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন।’