Beta

ট্রাকচালক সোনাক্ষী

১৭ মে ২০১৮, ১৯:২৯

চরিত্রের প্রয়োজনে পেশাদারত্বের জায়গা থেকে নিজেকে বিভিন্নভাবে পরিবর্তন করেন বলিউড তারকারা। কখনো তাঁদের দেখা যায় ওজন কমাতে, কখনো আবার বাড়ান। কখনো আবার মেকআপের মাধ্যমে নিজের আসল লুকটাই বদলে ফেলেন। শুধু তাই নয় চরিত্রের প্রয়োজনে তাঁদের শিখতে হয় নানা কলাকৌশল। এই যেমন ‘আকিরা’ ছবিতে অভিনয়ের জন্য মার্শাল আর্ট শিখতে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। নতুন ছবির জন্য তিনিই আবার মালয়শিয়ার রাস্তায় মিনি ট্রাক চালিয়েছেন।   

হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, সম্প্রতি শুটিং শেষ করা ‘হ্যাপি ভাগ যায়েগি ২’-এর জন্য মিনি ট্রাক চালাতে হয়েছে তাঁকে। নিজের ট্রাক চালানোর অভিজ্ঞতা সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘ম্যানুয়াল গাড়ি চালানোর প্রশিক্ষণ আমার কিছুটা ছিল তবে মিনি ট্রাক চালানো অতটা সোজা ছিল না। এটা ছিল পুরোনো এবং ভারী একটি বাহন। কারণ এটা ম্যানুয়াল। এর স্টিয়ারিং ধরে রাখা ও গিয়ার পরিবর্তন করা বেশ কষ্টসাধ্য, দৃশ্যের জন্য আমার গতি বাড়াতে হতো কিন্তু আমার নিরাপত্তার জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন ছিল। এটা চ্যালেঞ্জের, কিন্তু আমি যখন এটা করতে পেরেছি তাঁর অনুভূতি দারুণ ছিল।’

ছবির ঘনিষ্ঠ একটি সূত্র দৃশ্য সম্পর্কে জানায়, ‘ছবিতে এটি একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। সম্প্রতি কুয়ালালামপুরে এর শুটিং হয়েছে। এটি একটি ধাওয়ার শুটিং ছিল, যেখানে সোনাক্ষীকে দ্রুত মিনি ট্রাক নিয়ে পালাতে হয়। ট্রাকটা পুরোনো, লোহার এবং ম্যানুয়াল পদ্ধতিকে একে নিয়ন্ত্রণ করতে হয়। সোনাক্ষী দ্বিতীয়বার শটটি নিতে চাননি তাই সে ট্রাক চালানোর জন্য যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে দৃশ্যটিতে অভিনয় করেছে। এটা সহজ ছিল না। একটি পুরোনো ট্রাককে চালাতে আসলেই শক্তির প্রয়োজন।’   

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘হ্যাপি ভাগ যায়েগি’র দ্বিতীয় খণ্ড হিসেবে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথম খণ্ডের দিশা পাটানির সঙ্গে যোগ দেবেন সোনাক্ষী। ছবিটি পরিচালনা করছেন মুদাসসর আজিজ। চলতি বছরের ২৪ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement