বিয়ে নিয়ে মুখ খুললেন বাপ্পা

অবশেষে উপস্থাপক তানিয়া হোসাইনের সঙ্গে নিজের বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাপ্পা মজুমদার। গত ১৬ মে বাপ্পা ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়েছে।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার। কিছুদিনের মধ্যে বিয়ের তারিখ সবাইকে জানিয়ে দেবেন তিনি।
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার আবারও বিয়ে করছেন, এমন কথা মিডিয়া পাড়ায় কিছুদিন ধরেই হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।
তানিয়া হোসেন ফেসবুকে আংটির একটা ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাসকে ধারণ করছি।’
এদিকে, অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বাপ্পা মজুমদারের সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল বলে জানা গেছে। দুজন দীর্ঘদিন আলাদাও থাকছেন। তবে তাঁদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে কবে হয়েছে এটা জানা যায়নি। এ বিষয়ে মুখ খোলেননি কেউই।