ফেসবুকে স্মরণের খাতায় তাজিন আহমেদ
ফেসবুকের স্মরণের খাতায় যোগ হলেন অভিনয়শিল্পী তাজিন আহমেদ। কেউ মারা গেলে তাঁর ফেসবুক অ্যাকাউন্টকে ‘রিমেমবারিং’ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। আজ থেকে তাই তাজিন আহমেদের ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ‘রিমেমবারিং তাজিন আহমেদ জল’।
‘জল’ তাজিন আহমেদের ডাকনাম। গত সোমবার দিবাগত রাতে তাজিন আহমেদ ‘ভালো লাগা মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়ে যায়’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটাই তাঁর ফেসবুকে দেওয়া শেষ স্ট্যাটাস।
গতকাল মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। তাঁর জানাজা আজ বুধবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পান তিনি। নাট্যজগতে কাজের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরে টেলিভিশন নাটক করে খ্যাতি অর্জন করেন।
তবে গত কয়েক বছর টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তাজিন। কিছুদিন আগে মঞ্চে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন তাজিন।
গত বছর নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। দলটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছিলেন তিনি।