বিবাহবার্ষিকীতে শ্রীদেবীকে স্মরণ করলেন বনি
দিনটি হতে পারত খুব আনন্দের, যদি বেঁচে থাকতেন বলিউড তারকা শ্রীদেবী। কারণ, গতকাল শনিবার ছিল জুলি খ্যাত বলিউড তারকা শ্রীদেবীর ২২তম বিবাহবার্ষিকী। ২২ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বনি কাপুর ও শ্রীদেবী। হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, মায়ের বিবাহবার্ষিকীতে মাকে স্মরণ করতে ভোলেননি মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন টুইটারে। এ ছাড়া শ্রীদেবীর মৃত্যুর পর প্রথম বিবাহবার্ষিকীতে টুইটারে আবেগঘন একটি পোস্টের সঙ্গে ছবিসহ একটি ভিডিও পোস্ট করেছেন বনি কাপুর।
ভিডিওটির ক্যাপশনে বনি লিখেন, ‘আজ আমাদের ২২তম বিবাহবার্ষিকী হতে পারত। জান, আমার স্ত্রী, আমার আত্মার সাথি, আমার ভালোবাসা, প্রশংসা, উষ্ণতা, হাসির টুকরো আমার মাঝে সারা জীবন বেঁচে থাকবে।’ ১৯৯৬ সালের ২ জুন সাত পাকে বাঁধা পড়েন বনি-শ্রীদেবী। জাহ্নবী কাপুর ও খুশি কাপুর নামের দুটি সন্তান রয়েছে বনি-শ্রীদেবীর। চলতি বছরের ২৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ডুবে মারা যান শ্রীদেবী।
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।
শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।