রঙিন পাতায় দীপা খন্দকারের সঙ্গে সাংবাদিক রকিব
এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটির ৪৩তম পর্ব আজ রোববার রাত ৯টায় প্রচারিত হবে।
অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও সাংবাদিক রকিব হোসেন।
এনটিভি অনলাইনকে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘চমৎকার আয়োজন ছিল। রকিবের সঙ্গে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে।’
অন্যদিকে, সাংবাদিক রকিব হোসেন বলেন,‘দীপা আপা আমার খুব পছন্দের শিল্পী ও প্রিয় মানুষ। তাঁর সঙ্গে অতিথি হয়ে খুব ভালো লেগেছে।’
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।