ত্রিশের আগেই বিয়ে করবেন আলিয়া?
রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক এখন বলিউডের ‘টক অব দ্য টাউন’। ‘রাজি’ ছবির প্রিমিয়ারে রণবীরের আগমন দিয়ে গুঞ্জনের শুরু। এরপর আলিয়াকে বাসায় পৌঁছে দেওয়া, সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায় একসঙ্গে হাজির হওয়া এবং সর্বশেষ আলিয়াকে রণবীরের বোন ঋদ্ধিমার দেওয়া উপহার—সবকিছুই বারবার শিরোনাম করেছে রণবীর-আলিয়া জুটিকে। প্রেমের গুঞ্জনকে ছাপিয়ে কথা উঠেছে তাঁদের বিয়ের প্রসঙ্গেও। তবে রণবীরকে বিয়ে করবেন কি-না, সেটা না জানালেও আলিয়া জানিয়েছেন বয়সের কোটা ত্রিশ পেরোনোর আগেই বিয়ে সারছেন তিনি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘বর্তমানে আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করছি না, কিন্তু সত্যি বলতে আমি এমন ধরনের মেয়ে নই যে নিজের বিয়ের ব্যাপারে চিন্তা করব। বিয়ে করতে চাইলে সিদ্ধান্ত নেব এবং দুম করে করে ফেলব। আমি খুবই এলোমেলোভাবে কাজ করি এবং এলোমেলো একজন মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। তাই আমার সিদ্ধান্তটাও এলোমেলোভাবেই নেওয়া হবে।’
২৫ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি এমন কোনো মানুষ নই যে পরিকল্পনা করে সামনে এগোয় যে, এই জিনিসটা আসলে এভাবে করা উচিত। আমি মনে করি, ভালো কিছু জীবনে যখন ঘটার কথা, তখনই ঘটবে। হতে পারে আমার ভক্তরা চায় আমি ৩০ বছর বয়সে বিয়ে করি। কিন্তু আমি তার আগে বিয়ে করে নিজেকে তো বটেই, ভক্তদেরও চমকে দেবো।’
বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন আলিয়া। সম্প্রতি বুলগেরিয়ায় ছবির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। আলিয়া ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন রণবীর কাপুর, মৌনী রায় ও অমিতাভ বচ্চন। ২০১৯ সালে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া চলতি বছরে মুক্তি পাবে আলিয়া অভিনীত ‘গুল্লি বয়’। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন আলিয়া।