জন্মদিনে শিল্পা অভিনীত ছবির পাঁচটি গান

বলিউডে যে কয়জন ফিটনেস সচেতন নারী রয়েছেন, তাঁদের মধ্যে শিল্পা শেঠি অন্যতম। নিজেকে ফিট রাখতে অন্যরা যেখানে ব্যায়ামাগারে ছুটেছে, সেখানে শিল্পা ব্যায়ামাগারে যাওয়ার পাশাপাশি বেছে নিয়েছেন যোগাসন ও ইয়োগা। আর এ দুই মিলিয়ে তিনি নিজেকে এতটাই ফিট রেখেছেন যে আজ তিনি ৪৩ বছরে পা দিয়েছেন, তা অনেকের পক্ষেই বোঝা কষ্টসাধ্য হয়ে পড়বে। বলিউডে বড় কোনো সাফল্য না পেলেও মসলাদার গানে তাঁর উপস্থিতি দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন সদ্য ৪৩-এ পা দেওয়া এই অভিনেত্রী। চলুন জন্মদিনে দেখে নিই শিল্পা অভিনীত এমন পাঁচটি গান :
চুরা কে দিল মেরা (ম্যায় খিলাড়ি তু আনাড়ি)
শিল্পার শুরুর দিকে জনপ্রিয় গান এটি। ছবিতে অক্ষয়ের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গানটি আবেদন এখনো রয়েছে শিল্পার ভক্তদের মাঝে।
আলিয়া রে লাড়কি মাস (মাস্ত তু জাং)
ছবিতে শিল্পা সঞ্জয় দত্তের বিপরীতে অভিনয় করেছিলেন। এই গানটি যদিও প্রথম গানের মতো অতটা জনপ্রিয়তা পায়নি।
ম্যায় আই হু ইউপি বিহার লুটনে (শূল)
শঙ্কর এহসান লয়ের সম্পাদনায় গানটি গেয়েছিলেন স্বপ্না অশ্বতী। যেখানে ভারী গয়নার সঙ্গে ভারতীয় পোশাকে দেখা গিয়েছিল শিল্পাকে।
বারাস যা (ফারেব)
ফারেব ছবির বারাস যা গানে শিল্পার বোন সমিতা শেঠিও অভিনয় করেছেন। গানটিও পেয়েছিল সুপারহিটের তকমা।
শাট আপ অ্যান্ড বাউন্স (দোস্তানা)
শিল্পা অভিনীত সর্বশেষ ছবির গান এটি। ছবিতে অভিষেক বচ্চন ও জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।