সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রেক্ষাগৃহ বানাবেন সালমান
সালমান খানের প্রতিভার কোন শেষ নেই। একের পর এক নিজের প্রতিভা মেলে ধরছেন তিনি। একাধারে তিনি অভিনেতা, চিত্রশিল্পী, ‘বিং হিউম্যান’-এর প্রতিষ্ঠাতা, গীতিকার, কখনও বা শিল্পী। সম্প্রতি চলচ্চিত্র পরিবেশক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। এরপর কোন অবতারে দেখা যাবে সালমানকে? মুম্বাই মিররকে সালমান জানিয়েছেন তাঁর পরবর্তী পরিকল্পনা। তিনি জানিয়েছেন ‘সালমান টকিজ’ নামের একসঙ্গে বেশ কিছু প্রেক্ষাগৃহ বা ‘থিয়েটার চেইন’ নির্মাণ করবেন তিনি।
যেখানে কোন ট্যাক্স ছাড়াই ছবি দেখবে দর্শকরা। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য কোন টিকিট লাগবে না সেসব থিয়েটারে। তাছাড়া সেখানে অবাধে ঢুকে ছবি দেখতে পারবে সুবিধাবঞ্চিত শিশুরা। মুম্বাই মিররকে সালমান বলেন, ‘আমার অনেকগুলো থিয়েটার চেইন করার পরিকল্পনা রয়েছে কিন্তু এটা করতে সময় লাগবে কারণ আমাকে খুবই সতর্ক থাকতে হবে। এছাড়া আইনগত দিকটিও আমাকে বিস্তারিতভাবে দেখতে হবে যাতে আমার এই প্রজেক্টটা হঠাৎ করে বন্ধ না হয়ে যায়। তবে এটা নিশ্চিত যে বান্দ্রা ও জুহুতে এই থিয়েটার চেইন হচ্ছে না। এটা হবে মুম্বাই শহরের আশেপাশে বা একবারের প্রান্তের দিকে।’
সাধারণত ভারতের অন্যান্য থিয়েটারে টিকিটের দাম ধরা হয় ৪০০ থেকে ৫০০ রুপি। কিন্তু সালমানের থিয়েটার চেইনে কত হবে টিকিটের দাম? এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘টিকিটের দাম অবশ্যই কমিয়ে আনা হবে ২০০ থেকে ২৫০ রুপির মধ্যে। এবং ছুটির দিনে টিকিটের দাম নেমে আসবে ১২০-১৫০ রুপিতে। আঞ্চলিক ছবির ক্ষেত্রেও একই দাম প্রযোজ্য হবে। আর হিন্দি ছবিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’
৫২ বছর বয়সী এই অভিনেতা জানান প্রতিটি থিয়েটার তিনি নিজে দাড়িয়ে থেকে উদ্বোধন করতে চান। ‘অনেক কিছুই আছে যেগুলো চলচ্চিত্র পরিবেশক এবং প্রদর্শক হিসেবে আমি করতে চাই। রেস-৩ ছবির জন্য পরিবেশক হয়ে যাওয়া সে দিকে আমার প্রথম পদক্ষেপ। থিয়েটার চেইন আমার জীবনে আরো একটি বিষয় হিসেবে যুক্ত হবে।’
নিজের আচমকা পরিবেশক হওয়ার পেছনে সালমান বলেন, ‘আমরা চলচ্চিত্রটি নিয়ে ইরোস নাউয়ের সঙ্গে অনেকদিন ধরে কথা বলে আসছিলাম। আসলে আমরা এমন একটি পরিস্থিতিতে পড়েছিলাম যেখানে আমাদের শর্ত এবং চাওয়াগুলো একে অপরের সঙ্গে মিলছিল না এবং চুক্তিটা ঝুলে ছিল। কিন্তু শেষে সবকিছু ভালো হয়েছে। আমি রেস-৩ ছবির পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আয়ুশের (আয়ুশ শর্মা হলেন সালমানের বোনের জামাই) প্রথম ছবির পরিবেশনার দায়িত্বও আমি নিচ্ছি।’
বর্তমানে রেস-৩ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন সালমান। এছাড়া ‘দশ কা দমে’র নতুন মৌসুমের উপস্থাপনাও করছেন তিনি। ‘দশ কা দমে’র এবারের মৌসুমের কাজ শেষ করেই ‘ভারত’ ছবির কাজে হাত দেবেন সালমান। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালনায় রয়েছেন আলি আব্বাস জাফর।