ঈদে মুক্তি পাচ্ছে না পরীর ছবি

আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরী মণি ও কায়েস আরজু। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেয়া হয়।
পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, “আসলে হুট করেই যে ছবিটি মুক্তি পাচ্ছে না বিষয়টি তেমন নয়। কারণ আমি আগেই বলেছিলাম যদি ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পায় তা হলে আমি ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি ঈদে মুক্তি দিবো। কিন্তু ঈদের একদিন আগে শাকিব খানের তিন নম্বর ছবিটি সেন্সর পেয়েছে এবং ঈদে মুক্তি পাচ্ছে। যে কারণে আমি ছবিটি মুক্তি দিচ্ছি না।”
শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেলে এই ছবিটি মুক্তি দিতে সমস্যা কী, জানতে চাইলে শামীম বলেন, ‘আসলে বাংলাদেশে এখন দর্শক শাকিব খানের ছবি পছন্দ করেন। আর সেই কারণে সিনেমাহল মালিকরা শাকিব খানের ছবি প্রদর্শন করতেও বেশি ভালোবাসে। কোন ছবির মান কী, ছবির গল্প কেমন সেটা কেউ দেখতে চায় না। এমন সময় আমি আমরা ছবিটি মুক্তি দিলে সিনেমা হলের সংখ্যা কম পেতাম। কিন্তু আমরা ছবির গল্প ও মেকিংয়ের কারণে খরচ হয়েছে দেড় কোটি টাকা। এই সময় এত টাকা তুলতে পারবো না, কারণ সিনেমা হল পাবো না।’
দুই ঈদের মাঝখানে ছবিটি মুক্তি পাবে জানিয়ে শামীম বলেন, ‘আমরা ছবিটি এমন সময় মুক্তি দিতে চাই যখন বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে পারবো। আমরা চিন্তা করেছি দুই ঈদের মাঝে ছবিটি মুক্তি দিব। আমরা চাই সারা দেশের দর্শক সিনেমাটি দেখুক, আমি বিশ্বাস করি ছবিটি সবাই পছন্দ করবেন।’
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী ও কায়েস ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।