দর্শক বাড়ছে সিনেমা হলে
ঈদের ছুটি শেষ। ফাকা ঢাকা আবারও প্রাণ ফিরে পাচ্ছে। মানুষ ফিরে আসছে কর্মস্থলে। সেই সঙ্গে বাড়ছে সিনেমা হলের দর্শকের সংখ্যা। গত দুদিন ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহ ছিল হাউজফুল।
রাজমণি সিনেমা হলে চলছে আবদুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবিটি। সিনেমা হলের সহকারী ম্যানেজার দিলীপ বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘দুদিন ধরে ঈদের ছুটি কাটিয়ে আবারও ঢাকায় ফিরছেন সবাই। আবার ব্রাজিল, আর্জেন্টিনা দলের খেলা না থাকায় সিনেমা হলে দর্শক বেড়েছে। গত দুদিন ও আজ সকাল থেকে দর্শক বেশি হচ্ছে। মনে হচ্ছে চলতি সপ্তাহজুড়েই দর্শক বেশি থাকবে।’
দিলীপ আরো বলেন, ‘আসলে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি। তাই এই দুই দেশের খেলা থাকলে সিনেমা হলে প্রভাব পড়ছে। এ ছাড়া অন্য কোনো দলের খেলা হলে এতটা প্রভাব পড়ে না। গত দুদিন এই দুই দেশের কোনো খেলা ছিল না, তাই সিনেমা হল ছিল দর্শকে পূর্ণ।’
রাজধানীর পল্টনে জোনাকী সিনেমা হলে চলছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। সিনেমা হলের কাউন্টার ম্যানেজার ফরিদ আহম্মেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের প্রথম দুদিন দর্শক ভালো ছিল, এরপর কিছুটা ভাটা পড়লেও গতকাল থেকে আবারও দর্শক হচ্ছে সিনেমা হলে। আমার মনে হয় সবাই ঈদ শেষ ঢাকায় ফিরছে এবং সিনেমা হলে এসে ছবি দেখছে। তবে এখন যে অবস্থা চলছে এভাবে শুক্রবার পর্যন্ত চলতে পারলে আমরা বলতে পারব ঈদের ছবি হিট হয়েছে।’
অভিসার সিনেমা হলের সহকারী ম্যানেজার লাল মিয়া বলেন, ‘আমরা ঈদের দিন থেকেই দর্শক পাচ্ছি। তবে প্রথম দিককার তুলনায় গত দুদিন ধরে দর্শক বেড়েছে। মাঝে কিছুটা হতাশ হয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, না, ছবি দর্শক পছন্দ করছে। শাকিব-অপু জুটির ছবি দেখতেই অনেকে হলে আসছে।’
এবারের ঈদে ‘পাঙ্কু জামাই’ ছবিটি সারা দেশে ৫০টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। ‘সুপার হিরো’ ছবিটি মুক্তি পেয়েছে ৮০টি সিনেমা হলে। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ মুক্তি পেয়েছে ৯০টি সিনেমা হলে। ‘পোড়ামন-২’ মুক্তি পেয়েছে ২২টি সিনেমা হলে। ‘কমলা রকেট’ ছবিটি মুক্তি দেওয়া হয়েছে দুটি সিনেমা হলে।