ইরফানের রোগমুক্তিতে বলিউডের প্রার্থনা
কর্কট রোগের কাছে হেরে যেতে রাজি নন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। জানিয়েছেন মস্তিষ্কের বিরল ক্যান্সার নিউরোএন্ড্রোকিন টিউমারের চিকিৎসায় তিনি লড়ে যাবেন। সেজন্য সবার প্রার্থনা ও শুভ কামনা তাঁর সঙ্গে আছে বলেই তিনি মনে বল পাচ্ছেন।
ইরফানের রোগমুক্তির জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন লাখ লাখ ভক্ত। এই শুভকামনা জানানোর তালিকায় রয়েছেন বলিউড তারকারাও। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ইরফানের সাক্ষাৎকার প্রকাশের পর তাঁর আশু রোগমুক্তি কামনায় টুইট করেছেন পরেশ রাওয়াল, আয়ুশমান খুরানা, রাজকুমার রাও, সারা ভাস্কর, রিতেশ দেশমুখের মতো বলিউড তারকারা
পরেশ রাওয়াল তাঁর টুইটে বলেন, ‘খান সাহেব, জীবনের শেষ পর্যন্ত লড়ে যান। প্রার্থনা এবং অনেক প্রার্থনা’। আয়ুশমান খুরানা তাঁর টুইটে লিখেন, ‘স্যার আপনাকে সিনেমা দিয়ে অতিক্রম করা সম্ভব নয়। আপনার জন্য সবসময় প্রার্থনা থাকবে।’ রাজকুমার রাও তাঁর টুইটে লিখেন, ‘আমাদের সবার জন্য আপনি একজন অনুপ্রেরণা স্যার। আমরা আপনাকে ভালোবাসি।’
সারা ভাস্কর তাঁর টুইটে লিখেন, ‘ইরফান স্যার আপনি এমন একজন শিল্পী যার তুলনা করা যায় না এবং যে চিরদিন মানুষের মনে বেঁচে থাকে। আপনার জন্য অনেক প্রার্থনা ও শুভেচ্ছা পাঠাচ্ছি। অপেক্ষায় আছি আপনার ফিরে আসার এবং পর্দায় আপনার জাদু দেখার। আপনার মুগ্ধ দর্শক। ভালোবাসা এবং শক্তি।’
রিতেশ দেশমুখ তাঁর টুইটে লিখেছেন, ‘শুভেচ্ছা এবং দোয়া আপনার আশু রোগমুক্তি জন্য।’ এদের কাউকেই নিরাশ করেননি ইরফান সবাইকে রিটুইট করে উত্তর দিয়েছেন তিনি। তবে একই উত্তর সবাইকে দিয়েছেন ইরফান। রিটুইটে ইরফান বলেন, ‘জীবনের স্বাদ যেন আমি এই প্রথমবার চেখে দেখছি। জীবনের জাদুকরী দিক।’