ইতালিতেই বিয়ে হচ্ছে রণবীর-দীপিকার?
গত বছরের শেষের দিকে বেশ ধুমধাম করেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আর বিয়ের অনুষ্ঠানের জন্য ইতালিকে বেছে নিয়েছিলেন দুজন। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে বলিউডের আরেক আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। মুম্বাই মিররের খবরে প্রকাশ, বিরাট-আনুশকার মতোই বছরের শেষের দিকে বিয়ে করবেন তাঁরা। আর বিয়ের অনুষ্ঠানটিও হবে ইতালিতে।
বিয়ের জন্য এরই মধ্যে ওয়েডিং প্ল্যানারের দ্বারস্থ হয়েছে দুই পরিবার। নভেম্বরের দিকেই বাজতে পারে এ জুটির বিয়ের সানাই। দুই পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘বিয়ের দুটি অনুষ্ঠান হবে। একটি হবে ইতালিতে, অপরটি হবে ভারতের ব্যাঙ্গালুরুতে।’ রণবীর ও দীপিকা দুজনেই চান ভক্তদের ভিড় এড়িয়ে বিয়ে করতে। তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতালিতে রণবীর-দীপিকার কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন।
এরই মধ্যে দীপিকা তাঁর ছোট বোন আনিশা ও মা উজালাকে নিয়ে শুরু করে দিয়েছেন বিয়ের প্রাথমিক কেনাকাটা। তবে বিয়েতে কোন ডিজাইনারের নকশা করা পোশাক পরবেন দীপিকা, তা এখনো ঠিক করা হয়নি। বর্তমানে জয়া আক্তারের ‘গুল্লি বয়’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ইরফান খানের বিপরীতে বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবি ‘স্বপ্না দিদি’তে অভিনয় করার কথা রয়েছে দীপিকার।