রঙিন পাতায় অভিনেতা ইরফান ও সাংবাদিক সৈয়দ ইকবাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/24/photo-1529838516.jpg)
এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটির ৪৫তম পর্ব আজ রোববার রাত ৯টায় প্রচারিত হবে।
অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়েছেন সাংবাদিক সৈয়দ ইকবাল ও অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানটি সম্পর্কে সাংবাদিক সৈয়দ ইকবাল বলেন, ‘ব্যতিক্রমীধর্মী অনুষ্ঠানটিতে অতিথি হয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। ইরফান আমার পছন্দের একজন শিল্পী। খুব ভালো লেগেছে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে।’
অন্যদিকে, ইরফান সাজ্জাদ বলেন, ‘ইকবাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আন্তরিক। আশা করছি, দর্শক আমাদের আড্ডা উপভোগ করবেন।’
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।