পরবর্তী বন্ড হচ্ছেন টম হার্ডি
জিরো জিরো সেভেন। এই কোড নাম্বারটি যার সঙ্গে সেটে আছে তিনি আর কেউ নন, একাই ১০ জন শত্রুকে কুপোকাত করতে পারার ক্ষমতাসম্পন্ন দুর্ধর্ষ ব্রিটিশ এজেন্ট জেমস বন্ড। আর গত কয়েকটি ছবি ধরে জেমস বন্ডের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আসছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। তবে জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিটি দিয়েই জেমস বন্ড চরিত্র থেকে ইতি টানতে চাইছেন ড্যানিয়েল ক্রেইগ। কিন্তু কে হবেন পরবর্তী জেমস বন্ড?
ডিএনএ ইন্ডিয়ার মতে, এটিই এখন লাখ ডলারের প্রশ্ন। কারণ যাকে-তাকে তো বন্ড বানানো যায় না। তাই এই লাখ টাকার প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছিল ‘গোল্ডেন আই’, ‘টুমোরো নেভার ডাইজ’, ‘ডাই অ্যানাদার ডে,’ ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করা পিয়েরে ব্রসনানকে। জবাবে ব্রসনান বলেন, ‘আমি মনে করি নারীদের মধ্যে কেউ বন্ড চরিত্রটিতে অভিনয় করতে পারেন। তবে সেটা জেমস বন্ড হবে না। ড্যানিয়েল ক্রেইগ অসাধারণ একজন বন্ড। সে শারীরিকভাবে দৃঢ়, তাঁকে দেখতেও প্রাণঘাতী লাগে, তাঁকে দেখে আপানার অবশ্যই বিশ্বাস হবে যে এই মানুষটি যে কাউকে অনায়াসেই খুন করতে পারে। তিনি পরবর্তী ছবিতে অভিনয় করবেন এবং আমি মনে করি ক্রেইগের পর টম হার্ডির ভালো বন্ড হওয়ার যোগ্যতা রয়েছে। আমি খুবই খুশি হব যদি তাঁকে আমি বন্ড চরিত্রে অভিনয় করতে দেখি। আপনার এমন একজন অভিনেতা দরকার যে সবাইকে আন্দোলিত করতে পারে।’
‘ডানক্রিক’, ‘ম্যাড ম্যাক্স ফিউরি রোড’, ‘দ্য রেভেনেন্ট’, ‘ইনসেপশন’, ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’-এর মতো ব্যবসাসফল ও সমালোচকদের প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন টম হার্ডি। এ ছাড়া চলতি বছরের ৪ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে টম হার্ডি অভিনীত ছবি ‘ভেনম’।
বন্ড সিরিজের এবারের পর্বটি পরিচালনা করতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিওনিয়’র খ্যাত পরিচালক ড্যানি বয়েল। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই শুরু হবে ছবিটির শুটিং। পাঁচ মাস টানা চলবে ছবির শুটিং। ২০১৯ সালের ২৫ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।