এবার মাহি-নিঝুম মুখোমুখি
ঈদকে কেন্দ্র করে মোটামুটি ভালোই দর্শক পেয়েছে সিনেমা হলগুলো। ফুটবল বিশ্বকাপ না থাকলে হয়তো আরো ভালো ব্যবসা করতে পারত এবারের পাঁচটি ছবি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে আগামী ঈদের জন্য প্রস্তুতি। একাধিক ছবির কাজ চলছে পূর্ণ উদ্যমে। দুই ঈদের মাঝেও অনেক ছবি মুক্তি দেওয়া হবে। যেমন আগামী ২৭ জুলাই মুক্তি পাচ্ছে দুটি ছবি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ও মিনহাজ অভি পরিচালিত চলচ্চিত্র ‘মেঘকন্যা’। এ ছবি দুটির মধ্য দিয়ে বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন নায়িকা মাহিয়া মাহি ও নিঝুম রুবিনা।
‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘অনেক আগে থেকেই আমরা এই ছবিটি মুক্তির জন্য ২৭ জুলাই প্রযোজক সমিতিতে নিবন্ধন করিয়েছি। সেই হিসেবে সবকিছু প্রস্তুত করছি। আশা করি, সবাই সুন্দর একটি দেশি চলচ্চিত্র দেখতে পাবেন।’
‘মেঘকন্যা’ ছবিটি প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রোডাকশন। প্রতিষ্ঠানের কর্ণধার এ জেড এম জাহাঙ্গির কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী ২৭ জুলাই ছবিটি মুক্তি দেবো। এরই মধ্যে প্রযোজক সমিতিতে মুক্তির জন্য নিবন্ধন করেছি। আমার প্রযোজিত আরো কয়েকটা ছবি রয়েছে। আশা করি, ধীরে ধীরে সেই ছবিগুলোও মুক্তি দেবো।’
একই দিনে দুই ছবি মুক্তি পেলে ব্যবসায়িকভাবে সমস্যা কি না জানতে চাইলে পরিচালক মানিক বলেন, ‘আমি কোনো সমস্যা মনে করছি না। কারণ, দুটো ছবিই দেশি ছবি। আমি সব সময় চাই দেশি ছবি ব্যবসা করুক। তা ছাড়া আমাদের দেশে এখন সিনেমা হলের সংখ্যা যদি ৩০০ হয়, তা হলে ঈদের সময় আরো ১০০ সিনেমা হল বেড়ে যায়, যারা কোরবানির ঈদ পর্যন্ত খোলা থাকে। এখন যদি দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পায়, তাতে কোনো সমস্যা নেই। তবে একই দিনে যদি কলকাতার কোনো ছবি মুক্তি দেওয়া হয়, তা হলে আমি আমার ছবিটি মুক্তি দেবো না।’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।
‘মেঘকন্যা’ জয় ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক মিনহাজ অভি নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।