আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/27/photo-1530097729.jpg)
‘প্রিয় দল সবসময় জিতবে এটাই তো চাই। কালকের আর্জেন্টিনার খেলা দেখেছি। অবশ্যই অবশ্যই অবশ্যই অনেক ভালো খেলেছে তারা।’- কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
তাঁর প্রিয় দল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। তাঁর একমাত্র ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধও আর্জেন্টিনার সমর্থক। বাবা-ছেলে দুজন মিলে কাল খেলা দেখেছিলেন তাঁরা।
চঞ্চল চৌধুরী আরো বলেন, ‘অসাধারণ খেলেছে আর্জেন্টিনা কাল। গত ম্যাচগুলোতে তাদের পারফর্মন্যান্স খারাপ ছিল। কালকের খেলা দেখা আবারও আমি আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী। প্রিয় দলের জন্য থাকবে সব সময় শুভকামনা।’
অভিনেত্রী নাদিয়া আহমেদও আর্জেন্টিনার খেলা পছন্দ করেন। বললেন, ‘বিশ্বকাপের খেলা দেখছি। প্রিয় দল আর্জেন্টিনার খেলা একদম মিস করি না। কাল দারুণ খেলেছে তারা। স্বাগতম আর্জেন্টিনা।’
চিত্রনায়ক নিরবও আর্জেন্টিনার ভক্ত। মেসি ও মার্কোস রোহোসহ অনেকের খেলা পছন্দ নিরবের। বললেন, ‘কাল আর্জেন্টিনার খেলা দেখেছি। প্রথময়ার্ধের খেলা বেশি ভালো ছিল আর্জেন্টিনার। আরো ভালো খেলতে পারত তারা। সব মিলিয়ে কালকের খেলা ছিল ফাটাফাটি।’
অন্যদিকে, অভিনেত্রী শারমিন জোহা শশীও তাঁর প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অনেক খুশি। আর্জেন্টিনার জন্য সব সময় শুভ কামনা জানিয়েছেন তিনিও।
রাশিয়া বিশ্বকাপ নিয়ে মেতেছে গোটা বিশ্ব। দেশ-বিদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও খেলা উপভোগ করছেন। শুটিংয়ের ফাঁকে খেলা দেখছেন। ফেসবুকে জানাচ্ছেন তাঁদের মতামতও।