মুক্তি পেল অনিল-সোনমের আসন্ন ছবির ট্রেইলার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/28/photo-1530185005.jpg)
‘১৯৪২ : অ্যা লাভ স্টোরি’ ছবির ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানের তরুণ অনিল কাপুরের কথা মনে আছে? সময়ের পালাবদলে ২০১৮ সালে এসে তখনকার তরুণ অনিল কাপুর এখন বৃদ্ধ। তাঁর প্রেম কাহিনী যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে তাঁর মেয়ের প্রেম কাহিনী। তবে অনিলের প্রেম কাহিনীটি সহজ-সরল হলেও তাঁর মেয়ে সোনম কাপুরের প্রেম কাহিনীটি কিন্তু দুঃখের। আর এই দুঃখের কাহিনী ঘিরেই নির্মিত হয়েছে অনিল-সোনম অভিনীত ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।
জুম টিভির খবরে প্রকাশ, সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার। টিজারটি শুরু হয়েছে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি দিয়েই। মূলত সোনমের দুঃখের প্রেম কাহিনী ও বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন নিয়ে আবর্তিত হবে ছবিটির গল্প, এমনটাই আভাস পাওয়া গেছে ছবির টিজারে।
নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটির টিজার শেয়ার দিয়ে অনিল লিখেছেন, ‘প্রেম তখনো ছিল, এখনো প্রেম আছে। কিন্তু সবকিছু দুঃখের হয়ে গেছে।’ অন্যদিকে সোনম তাঁর টুইটারে টিজারটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘প্রেম যদি দুঃখের না হয়, তা হলে কী প্রেম করলেন?’
ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছেন জুহি চাওলা। সোনম কাপুরের বিপরীতে রয়েছেন ‘নিউটন’ খ্যাত অভিনেতা রাজকুমার রাও। ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক শেলি চোপড়া ধর। যৌথভাবে প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি। চলতি বছরের ১২ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
লিংক: