কলকাতার শিল্পী নিয়ে অবৈধ শুটিংয়ের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/10/photo-1531214813.jpg)
ভ্রমণের জন্য এসে বিদেশি কোনো শিল্পী বা কলাকুশলী চলচ্চিত্র, টিভি নাটক বা ওয়েব সিরিজে কাজ করতে পারেন না। কাজ করার জন্য অনুমতিপত্রের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি জানা গেছে, রাজধানীর উত্তরায় কলকাতার কয়েকজন শিল্পী কাজের অনুমতিপত্র ছাড়া পরিচালক অনন্য মামুনের একটি ওয়েব সিরিজে কাজ করছেন। বিষয়টি বাংলাদেশ সরকারের নিয়মের লঙ্ঘন বলে জানিয়েছেন টিভি নাটক শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা শুনেছি কলকাতার কিছু শিল্পী নিয়ে পরিচালক অনন্য মামুন উত্তরায় শুটিং করছে। বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, একটি ওয়েব সিরিজের শুটিং করছেন তিনি। কিন্তু দেশের বাইরে থেকে শিল্পী নিয়ে কাজ করতে গেলে বাংলাদেশ সরকারের অনুমতি নিতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সমিতিগুলো থেকে অনুমতি নিতে হয়। অনন্য মামুন যা করছেন, তা শুটিং এবং তা করছেন কলকাতার শিল্পী নিয়ে। তাই আমরা বলতে পারি, কলকাতার শিল্পী নিয়ে অবৈধভাবে শুটিং করছেন মামুন। কারণ আমাদের কোনো সমিতি থেকে তিনি অনুমতি নেননি।’
নাসিম আরো বলেন, ‘আমাদের শিল্পীদের কোনো বর্ডার নেই। বিশ্বের যেকোনো দেশে গিয়ে আমরা অভিনয় করতে পারি। তবে অবশ্যই যাওয়ার আগে সেই দেশের আইন মেনে তা করতে হবে। আমরা চাই না কোনো শিল্পী বা কলাকুশলী এখানে কাজ করতে এসে বিব্রত হোক।’
নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘বিষয়টি শুনে আমি শুটিং স্পটে গিয়েছিলাম, সেখানে কলকাতার শিল্পীদের সঙ্গে কথা হয়েছে। উনারাও বেশ বিব্রত হয়েছেন। সরকারি অনুমতির বিষয়ে তাঁরা কিছু জানেন না। বিষয়টা আপত্তিকর। আমরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। পরিচালকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এবং আমরা জানিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে তাঁকে শুটিং করতে হবে।’
এ সময় অলিক জানান, অনন্য মামুনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তাঁরা সিদ্ধান্ত নেবেন। দেশের বাইরে থেকে বিদেশি শিল্পী দিয়ে কাজ করাতে হলে বাংলাদেশে ডিরেক্টর্স গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অনুমোদনের দরকার হয়। এই তিন সংগঠনের পক্ষ থেকেই বিষয়টি নিয়ে বৈঠক হবে বলে জানান অলিক।
বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুটিং করছি ঠিকই, কিন্তু এখানে কলকাতার কিছু বন্ধুস্থানীয় শিল্পী রয়েছেন, যাঁরা বেড়াতে এসেছেন। কোনো শুটিংয়ের কাজে নয়। বিষয়টি নিয়ে আমরা নাসিম ভাই ও অলিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা তিন দিন ধরেই শুটিং করছি এবং সবাই বাংলাদেশের শিল্পী। তবে কলকাতার যাঁরা এসেছেন, তাঁরা বড় কোনো শিল্পী নন। আমার চিন্তা ছিল তাঁদের দিয়ে কিছু কাজ করাব। আর ওয়েব সিরিজের জন্য কিছু নির্মাণ করতে গেলে যে সরকারি অনুমতি লাগে, বিষয়টি আমার জানা ছিল না।’