নিজের অভিজ্ঞতা নতুন শিল্পীদের বলবেন আলমগীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/14/photo-1531571586.jpg)
চলচ্চিত্রশিল্পী সংকট নিরসনে আবারও ‘নতুন মুখের সন্ধানে ২০১৮’ প্রতিযোগিতাটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের সাইমন এইচ সেন্টারে সংবাদ সম্মেলন করেছে পরিচালক সমিতি।
সেখানে উপস্থিত হয়ে নায়ক আলমগীর জানান, নিজের অভিনয় জগতের সঞ্চিত অভিজ্ঞতা নতুন শিল্পীদের মাঝে বিলিয়ে দিতে চান তিনি।
অনুষ্ঠানে আলমগীর বলেন, “একটু দেরিতে হলেও আমরা আবার ‘নতুন মুখের সন্ধানে’ চালু করেছি। এর আগে ৮৫’ থেকে ৮৬’ সালে আমরা এই কার্যক্রমের মাধ্যমে একটু সমৃদ্ধ হয়েছিলাম। অনেক তরুণ-তরুণী এসেছিল চলচ্চিত্রে। দুর্ভাগ্য যে আমরা তার মধ্যে অনেককেই হারিয়েছি। যাঁরা পরিশ্রম করে আবারও এই কার্যক্রম চালু করেছেন তাদের জন্য আমার শুভ কামনা।’
নতুন শিল্পীদের নিয়ে আলমগীর বলেন, ‘আমরা যাঁরা চলচ্চিত্র নির্মাণ করি তাঁরা নতুন নতুন ছেলে মেয়েদের পাবো। ছেলে মেয়েদের শুধু এনে ছেড়ে দিলেই হবে না। এদের গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আসুন সবাই মিলে আমরা কাজটিকে এগিয়ে নিয়ে যাই। এখানে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় তবে তা দেবো, আমার অভিজ্ঞতা যদি নতুনদের কোন কাজে লাগে আমি তা ঢেলে দেবো’।
এ বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমার গুলজার বলেন, ‘অবশ্যই নতুন শিল্পীদের জন্য আলমগীর ভাইয়ের এই অভিজ্ঞাতা প্রয়োজন হবে। তিনি আমাদের সমিতির উপদেষ্টা, আমাদের কাজের পাশে তিনি আছেন এবং থাকবেন। নতুনদের জন্য তিনি অনুপ্রেরনা হয়ে কাজ করবে।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আজ আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, শাহিন কবির টুটুল, নায়ক ফারুক, নায়ক আলমগীর, মিশা সওদাগর, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যেগে এবং বিএফডিসির সহযোগিতায় ‘অফট্র্যাক ইভেন্টস এন্ড এডভারটাইজিং’ এবং ‘টিম ইঞ্জিন’ এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে‘নতুন মুখের সন্ধানে ২০১৮’ । আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতার মূল কার্যক্রম। সেদিন থেকেই শুরু হবে নতুন শিল্পীদের রেজিষ্ট্রেশন। এই রিয়েলিটি শো সম্প্রচার করবে এশিয়ান টিভি।
মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালে মোট তিনবার ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।