বেঙ্গলি বিউটি
সত্তর দশকের নারীর চরিত্রে টয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/16/photo-1531728146.jpg)
‘বখাটে’ ও ‘রূপ’ স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এবার এই অভিনেত্রীর পূর্ণ্যদৈর্ঘ্যের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ জুলাই। ‘বেঙ্গলি বিউটি’ শিরোনামে ছবিটি পরিচালনা করছেন রাহসান নূর। ছবিটি মুক্তি উপলক্ষে রাজধানীর গুলশানে গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেন টয়া। সেখানে ছবিটি সম্পর্কে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
এনটিভি অনলাইন : নিজের অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে আপনার?
মুমতাহিনা চৌধুরী টয়া : অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগে দর্শক আমার স্বল্পদৈর্ঘ্য ছবি দেখেছেন। সাড়াও পেয়েছি ভালো। এবার বড় পর্দায় বড় চ্যালেঞ্জ নিযে দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করছি, কেউ নিরাশ হবেন না।
এনটিভি অনলাইন : ‘বেঙ্গলি বিউটি’ ছবিতে কী দেখতে পাবেন দর্শক?
মুমতাহিনা চৌধুরী টয়া : ছবিতে আমি মেডিক্যাল কলেজের ছাত্রী থাকি। ১৯৭০ সাল থেকে ১৯৭৫ সালের সময়ের একটি গল্প আছে ছবিতে। এখানে সত্তর দশকের এক নারীর চরিত্রে আমি অভিনয় করেছি। ছবির গল্পটাই দর্শকদের টানবে। গল্পে প্রেম আছে, রাজনৈতিক পটভূমি আছে,সেই সঙ্গে তৎকালীন রেডিও’র একটা জনপ্রিয় শো দেখানো হয়েছে। আরো অনেক কিছু আছে যা দেখলে দর্শকের কাছে নতুন কিছু মনে হবে।
এনটিভি অনলাইন : ছবিতে সত্তর দশক ধরা অনেক বড় চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
মুমতাহিনা চৌধুরী টয়া : শুটিংয়ে বাংলাদেশ বেতারের একটা বড় ভূমিকা ছিল। আমরা বাংলাদেশ বেতারে শুটিং করেছিলাম। ঢাকার বাইরে মানিকগঞ্জ ও কালিগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং করেছি। ছবির গল্প অনুযায়ী লোকেশন পাওয়া খুব কষ্টের ছিল। আমার শুটিংয়ের আগে রির্হাসেল করেছিলাম। শুটিংয়ের কস্টিউম পরেও আমাদের রিহার্সেল করতে হয়েছিল।
এনটিভি অনলাইন : এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বর্তমানে নাটকে বেশি অভিনয় করছেন। আবার চলচ্চিত্রে অভিনয় করলে নায়ক হিসেবে কাকে প্রত্যাশা করবেন?
মুমতাহিনা চৌধুরী টয়া : কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই। তবে আমি চাইব, সিয়ামের সঙ্গে একটা হলেও ছবিতে কাজ করতে। সিয়াম যেমন আমার ভালো কো-আর্টিস্ট তেমনি ভালো একজন বন্ধুও। সিয়ামের ‘পোড়ামন ২’ দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। আমার নিজেরও ছবিটি অনেক ভালো লেগেছে।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। মিউজিক ভিডিওয়ের মডেল হয়েও আপনি আলোচিত। সামনে নতুন কী মিউজিক ভিডিও আসছে?
মুমতাহিনা চৌধুরী টয়া : প্রীতম ও প্রতীক হাসানের ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ গানের মডেল হয়েছি। ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অন্যদিকে,প্রথমবারের মতো ভিন্ন ধাঁচের রোমান্টিক একটা গানের মডেল হয়েছি। যেখানে আমার কোন নাচ নেই। ‘প্রেমের ক্ষয়’ শিরোনামে গানটি গেয়েছেন ইমরান। দর্শক এই গানের ভিডিওতে আমাকে নতুনভাব খুঁজে পাবেন।