বুলগেরিয়াতে আলিয়ার সঙ্গে রণবীর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/17/photo-1531800200.jpg)
রণবীর কাপুর ও আলিয়া ভাট দুজনেই যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেটা বোধ হয় আর গোপন নেই। দুজনের ডুবে ডুবে জল খাওয়ার বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমে এখন প্রায়ই প্রকাশ হচ্ছে এবং সেসব খবর নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছেন না রণবীর ও আলিয়া। সম্প্রতি আবারও আলিয়ার সঙ্গে রণবীরকে দেখা গেছে। আর ছবিটি পোস্ট করেছেন খোদ আলিয়া।
এনডিটিভির খবর থেকে জানা যায়, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে বুলগেরিয়ায় আছেন আলিয়া। আলিয়া ভাট তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরিজ শেয়ার করেন এবং ক্যাপশন দেন ‘দ্য গার্লস’। আলিয়ায় শেয়ার করা ছবিতে পুনিত বি সায়নি ও প্রিয়াঙ্কা বোরকারকে দেখা গেছে। আর তাঁদের থেকে একটু দূরে রণবীরকে দেখা যায় অন্যদিকে মুখ ফিরিয়ে মোবাইল ফোনে ছবি তুলছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে পুনিত বি সায়নি মেকআপশিল্পী ও প্রিয়াঙ্কা বোরকার হেয়ার স্টাইলিশ হিসেবে কাজ করছেন। অবশ্য ছবিটি আবার পুনিত বি সায়নি ও ‘বেবিজ ফর লাইফ’ লিখে শেয়ার করেছেন।
বেশ কিছুদিন আগে সোনম কাপুরের বিয়েতে এবং মুকেশ আম্বানির ছেলের বাগদানেও রণবীর-আলিয়াকে একসঙ্গে দেখা গেছে। তারও কিছুদিন আগে আলিয়ার বাসায় গিয়েছিলেন রণবীর। সেখানে আলিয়ার বাবা মহেশ ভাটও ছিলেন এবং তাঁদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়।
গত ২৯ জুন রণবীর কাপুরের ‘সাঞ্জু’ ছবিটি মুক্তি পাওয়ার পর প্রশংসায় ভাসছেন তিনি। ছবিটি সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এবং এখন পর্যন্ত বক্স অফিসে দখল করে রেখেছে।
আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে রণবীর ও আলিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনয় করছেন। এ ছাড়া ছবিটিতে নাগার্জুন ও মৌনী রায়কে দেখা যাবে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।