কাল বড় পর্দায় দ্বৈত চরিত্রের শাকিব
আগামীকাল দেশের ১০৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে জয়দ্বীপ মুখার্জি পরিচালিত, সুপারস্টার শাকিব খান অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এর আগে কলকাতার আরেক ছবি ‘চালবাজে’ আভিনয় করেছিলেন শাকিব খান। ছবিটি বাংলাদেশেও জনপ্রিয়তা পায়।
ছবির আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের পক্ষে পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৯টি সিনেমা হলে ছবিটির বুকিং পেয়েছি। আগামীকাল যেহেতু মুক্তি পাচ্ছে, এই একদিনের মধ্যে আরো কিছু সিনেমা হলে যুক্ত হতে পারে। এরই মধ্যে আমরা সারা দেশে ছবির পোস্টার, ব্যানার পাঠিয়ে দিয়েছি। সিনেমা হলে প্রদর্শনের জন্য ট্রেইলারও পাঠিয়েছি। নিয়ম অনুযায়ী ছবির প্রচারণা চলছে। আশা করি, আগামীকাল থেকে দর্শক ছবিটি উপভোগ করবে।’
মামুন আরো বলেন, ‘এই ছবিতে শাকিব খান দুটি চরিত্রে কাজ করেছেন। যে কারণে তাঁকে সময় যেমন বেশি দিতে হয়েছে, তেমনি পরিশ্রমও বেশি করতে হয়েছে। এই ছবিতে শুধু সিক্যুয়েন্সের শুটিং করার জন্য ৪৫ দিন কাজ করতে হয়েছে। যেমন পরিশ্রম করেছেন, তেমিন সুন্দর হয়েছে ছবিটি।’
শাকিব খান বলেন, ‘আমি মনে করেছিলাম, এমন ছবি ঈদের সময় মুক্তি পাবে। এই ছবিতে যা আছে, সেটা ঈদের ছবির উপাদান। একটু দেরিতে হলেও ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি, যাঁরা ছবিটি দেখবেন, তাঁরা পছন্দ করবেন। গল্প মেকিং, লোকেশন সব মিলিয়ে ভালো মানের একটি ছবি হয়েছে এটি। কলকাতায় যেমন ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছে, এখানে তা ছাড়িয়ে যাবে।’
‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।