সড়ক দুর্ঘটনা নিয়ে তারকাদের প্রতিক্রিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/30/photo-1532933854.jpg)
দুই বাসচালকের রেষারেষিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী প্রাণ হারায় গতকাল। এ ঘটনায় মর্মাহত হয়েছেন সাধারণ মানুষ ও তারকারা। ঘটনার পর নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
দেশে বাস ও ট্রাকচালকদের অবৈধ উপায়ে লাইসেন্স পাওয়া প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘বাইরের দেশে লাইসেন্স অর্জন করা যত কঠিন, লাইসেন্স টিকাইয়া রাখা তার চেয়েও কঠিন! আমাদের দেশে লাইসেন্স পাইতে ঝামেলা নাই, টিকাইয়া রাখতে তো আরো ঝামেলা নাই। এখানে মানুষের প্রাণের কোনো দাম নাই! একসময় অপরাধবোধ, লজ্জাশরম এইসব ব্যাপার ছিল। কলির এই কালে, সেসবের বালাই নাই। হয় মাইনা নেন, না হয় দুইটা গালি দিয়া পাশ ফিরা শুইয়া পড়েন, যেহেতু কিছু করতে পারতেছেনই না!’
ফেসবুকে শোক প্রকাশ করে শাওন লিখেছেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, বাংলাদেশের সচেতন মানুষগুলোর সবাইকে নিয়ে শক্তভাবে হাতে হাত মুঠোবন্দি করে দাঁড়িয়ে পড়ি রাজপথের বাসগুলোর সামনে। দ্রুতগতিতে বাসগুলো পার হয়ে যাক আমাদের রক্তাক্ত করে, কারণ রক্তাক্ত তো হচ্ছিই প্রতিনিয়ত ভেতরে বাইরে।’
শাওন আরো লিখেন, ‘তার চেয়ে বরং ব্যক্তিগত দুঃখ-কষ্টের খাতা নিয়ে হিসাব করতে বসি...
আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে। আজ রাত্রে আমার আহ্বান, ভেসে যাবে পথের বাতাসে। তবুও হৃদয়ে গান আসে..! ডাকিবার ভাষা, তবুও ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে..! পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান..! কোনোদিন শুনিবে না তুমি তাহা, আমি জানি আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবুও হৃদয়ে গান আসে..!’
অন্যদিকে, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘এ মৃত্যুর দায়ভার কে নিবে? তরতাজা প্রাণ ঝরে গেল! বিচার কি আদৌ হবে? নাকি চলছে, চলবে?’
বর্তমানে দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনার বিচার দাবি করে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।