জায়েদ খানের জন্মদিনে শিল্পী সমিতিতে উৎসবের আমেজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের জন্মদিন আজ। দিনটিকে কেন্দ্র করে শিল্পী সমিতিতে আজ উৎসবের আমেজ বিরাজ করছে।
গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে এফডিসিতে তাঁকে নিয়ে কেক কাটেন চলচ্চিত্রশিল্পীরা। জায়েদ খান বলেন, ‘গতকাল রাত ১২টা ১ মিনিটে চলচ্চিত্রশিল্পীরা আমাকে শুভেচ্ছা জানাতে এফডিসির শিল্পী সমিতিতে চলে আসেন। তাঁরা ফুল ও কেক নিয়ে এসেছিলেন। নায়ক সাইমন সাদিক, বিপাশা কবির, রোমানা নীড়, দীপালি আক্তার তানিয়া, জয় চৌধুরী, নাদিমসহ আরো অনেকে এসেছিলেন। আমাকে চমকে দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’
অন্যদিকে, আজ সন্ধ্যায় শিল্পীদের নিয়ে কেক কাটবেন জায়েদ খান। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা আমাকে শুরু থেকে অনেক বেশি সহযোগিতা করেছেন। সবার ভালোবাসায় আজ আমি জায়েদ খান হতে পেয়েছি। অনলাইনে, মোবাইলে এবং দেখা করে যাঁরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আজ সন্ধ্যায় আমি এফডিসিতে চলচ্চিত্রশিল্পীদের নিয়ে কেক কাটব। সবার জন্য ভোজের ব্যবস্থা করেছি। আশা করছি, সবাই আমার নিমন্ত্রণে আসবেন।’
জায়েদ আরো বলেন, ‘এই দিনটিতে সবাই চায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে। আমি তাই করছি। সকাল থেকেই এফডিসিতে সময় কাটাচ্ছি। কারণ, এটাই আমার পরিবার। আমি দিন-রাত চলচ্চিত্রের কোনো না কোনো কাজ নিয়ে চিন্তা করি। আমি যত দিন বাঁচব, তত দিন চলচ্চিত্র নিয়ে ভাবতে চাই।’
এদিকে, আজ সকাল থেকে এফডিসির শিল্পী সমিতিতে চলছে পরিচ্ছন্নতার কাজ। শিল্পী সমিতির অফিসের সামনে প্যান্ডেল তৈরি করা হয়েছে। কেক কাটার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। গরু জবাই করে চলছে এখন রান্নার আয়োজন।