জন্মদিনে কী করছেন ভাবনা?
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন আজ। এবারের জন্মদিনে ঢাকায় নেই ভাবনা। তাহলে তিনি কোথায়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভাবনার একমাত্র ছোট বোন অনন্যা।
এনটিভি অনলাইনকে অনন্যা বলেন, ‘ভাবনা আপু আজ সকালে ভুটান গিয়েছে। শুটিং নেই। ঘুরতে গিয়েছে আপু। কিছুদিন পর আসবে।’
তবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভাবনা রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে বাবা-মা ও বোনকে নিয়ে কেক কাটেন। এ ছাড়া সেই সময় উপস্থিত ছিলেন ভাবনার বন্ধু নির্মাতা অনিমেষ আইচ। ভাবনার মা রেহানা হাবিবের জন্মদিনও আজ। তাই ভাবনার উচ্ছ্বাস একটু বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিবারের সবার সঙ্গে ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘আজ ৩ আগস্ট। ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ৯ দফা দাবী মেনে নিয়েছে। আজ আমার ও আমার আম্মুর জন্মদিন। ডাবল খুশিতে আমরা বাধ্যতামূলক জন্মদিনে রাতের খাবার খেলাম। শুভ জন্মদিন আম্মু।’
দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন ভাবনা। বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর।