তর সইছে না সঞ্জয়-রণবীরের

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘সঞ্জু’-তে সঞ্জয়ের ভূমিকা অভিনয় করেছিলেন রণবীর কাপুর। ছবিটির ব্যাপক সাফল্যের পর এবার একটি ছবিতে এ দুই তারকা একসঙ্গে কাজ করবেন। ঐতিহাসিক কাহিনী নিয়ে নির্মিতব্য ‘শমসের’-এ একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন দুজন। আগামী নভেম্বরে এ ছবির শুটিং শুরু হবে।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘শমসের’ মুক্তি পাবে আগামী বছরের ৩১ জুলাই। অ্যাকশনধর্মী এ ছবির পরিচালক করণ মালহোত্রা। ছবিতে দস্যুর ভূমিকায় থাকবেন রণবীর কাপুর আর সঞ্জয় দত্ত থাকবেন বিরোধীর ভূমিকায়।
নয় বছর পর যশরাজ ফিল্মসের সঙ্গে যুক্ত হলেন রণবীর কাপুর। তাঁর শেষ ছবি ছিল ‘রকেট সিং : সেলসম্যান অব দি ইয়ার’। ছবিটি সম্পর্কে ‘সঞ্জু’ অভিনেতা রণবীর কাপুর বলেন, ‘শমসের শুধু দস্যুর গল্প নয়। ১৮ শতকের ঐতিহাসিক কাহিনী নিয়ে এটি নির্মিত হবে। তখন একটি ক্ষুদ্র গোষ্ঠী, যাদের দস্যু বলা হতো; তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অধিকার আদায় ও স্বাধীনতার জন্য। এটি বীরত্বের গল্প। আমাদের দেশের শেকড়ের গল্প, প্রকৃতপক্ষে তখন যা হয়েছিল।’
প্রযোজক বনি কাপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ। বলেন, ‘অভিনেতা হিসেবে রণবীরের মতো শক্তিশালী ও মেধাবীর সঙ্গে কাজ করাটা অসাধারণ ব্যাপার। আমি সত্যিই তাঁর মেধার প্রশংসা করি। দর্শক হিসেবে আমি ওঁর প্রতিটি ছবি দেখি ও ভালোবাসি।’
রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ এ বছর বক্স অফিসে রেকর্ডে ভেঙেছে। ‘সঞ্জু’র মতো আর কোনো ছবি তিনদিনে এত টাকা আয় করতে পারেনি।‘সঞ্জু’ তিনদিনে আয় করেছে ১২০ কোটি ৫ লাখ রুপি।