কনার মন কী বলছে?

সুরেলা কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন কনা বহু আগেই। ভক্তদের ভালোবাসায় সিক্ত এই গায়িকা। আসন্ন ঈদে ভ্ক্তদের নতুন গান উপহার দিচ্ছেন কনা।
গানের শিরোনাম ‘‘মন বলছে তাই’। গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর ও সংগীতায়োজন করেন চিরকুট ব্যন্ডের ইমন চৌধুরী। গানে গানে কনার মন কী বলছে, এটা জানতে হলে আর অল্পকিছু দিন অপেক্ষা করতে হবে।
গানটি নিজের অনেক পছন্দের বলে জানান কনা। বললেন, ‘একা থাকলে গানটি আমি গুনগুন করে গাই। গানের কথাগুলো খুব মিষ্টি। আমার ভীষণ পছন্দের গান এটি।’
সম্প্রতি গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা হাসান রেজাউল। গানটিতে মডেল হয়েছেন কনা নিজেই। এ ছাড়া মডেল হয়েছেন এফ এস নাঈম ও শবনম ফারিয়া।
গানটির ভিডিও প্রসঙ্গে হাসান রেজাউল বলেন, ‘গানটির দৃশ্যায়ন দর্শক পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস। সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। কনা আপুর গায়িকী নিয়ে নতুন কিছু বলার নেই। খুব ভালো গান করেন তিনি। এ ছাড়া ভিডিওতে ফারিয়া ও নাঈমের রসায়নও দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
হাসান রেজাউল আরো বলেন, “গানটি আমার নির্মিত নাটক ‘নীল রংধনু’তেও দেখা যাবে। মূলত নাটকের জন্যই কনা আপু গানটিতে কণ্ঠ দিয়েছেন। নাটকটিতে অভিনয় করেছেন নাঈম ও ফারিয়া।”
অন্যদিকে গানটির সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘শ্রোতাদের ভালোলাগার কথা চিন্তা করেই গানটির সংগীতায়োজন করেছি। কনা আপুও খুব যত্ন নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
গানটির ভিডিও শিগগির জাগো মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা হাসান রেজাউল।