নন-লিনিয়ার গল্পে প্রভা-মনোজ

‘কেমন আছ?’ প্রিয়জনের খবর জানতে আমরা প্রথমে এই প্রশ্নই সাধারণত করি। আর এই প্রশ্নটাই একটা নাটকের নাম। লিখেছেন মুনতাহা বৃত্তা।
রোমান্টিক ঘরানার নাটকটি নির্মাণ করেছেন হাবীব শাকিল। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও মনোজ কুমার। নাটকে মেডিকল কলেজে স্টুডেন্টের ভূমিকায় দেখা যাবে প্রভা ও মনোজকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভা ও মনোজের নাটকটির কিছু দৃশ্যের বেশকিছু ছবি এরইমধ্যে আলোচিত হয়েছে। নাটকের দৃশ্যগুলো সম্পর্কে পরিচালক হাবীব শাকিল এনটিভি অনলাইনকে বলেন, ‘বসন্ত উৎসবে মেডিকেল কলেজে রং খেলার আয়োজন করা হয়। সেখানে রং খেলেন প্রভা ও মনোজ। তখন তাদের প্রেম ও বন্ধুত্বের রসায়ন চমৎকার ছিল।’
নির্মাতা আরো বলেন, “এটা একটা নন লিনিয়ার গল্প।গল্পের বয়ান শুরু হবে বর্তমান সময়ে তারপর আমরা চলে যাব ১১ বছর আগের মেডিকেল কলেজে পড়া অবস্থায় প্রভা ও মনোজের প্রেমের স্মৃতিতে। তাদের একসময় বিচ্ছেদ হয়। কিন্তু কেন? এটাই মূলত নাটকের গল্প। যাদের কাছে আমার ‘সিনেমা জীবন’ ভালো লেগেছে তাদের এই গল্প মনে ধরবে বলে আমি আশা করছি।”
আসন্ন ঈদে নাটকটি এসএ টিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক হাবীব শাকিল।