শোক দিবসে শুটিং বন্ধ
আজ জাতীয় শোক দিবস। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করা হয়। এই দিনটিকে সারা বাংলাদেশে জাতীয়ভাবে স্মরণ করা হচ্ছে। এফডিসিতেও দিনটিকে স্মরণ করা হয় শ্রদ্ধাভরে। শোক দিবসকে কেন্দ্র করে বন্ধ রাখা হয় চলচ্চিত্রের সব ধরনের শুটিং।
এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোর ঘুরে দেখা যায়, আজ কোনো ফ্লোরে শুটিং হয়নি। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে অন্য সব প্রতিষ্ঠানের মতো এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে। এমনকি আজকের এই দিনে শুটিংও বন্ধ রাখা হয়েছে।’
ঢাকার অদূরে নারায়ণগঞ্জে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের শুটিংও বন্ধ রাখা হয়েছে। ছবির পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ‘আমরা টানা শুটিং করে ছবির কাজটি করে যাচ্ছি। কিন্তু আজ বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে আমরা শুটিং করছি না। আগামীকাল থেকে আবারও শুটিং করব। আশা করি ঈদের আগে অনেক কাজই শেষ করে ফেলব।’
এই ছবিতে অভিনয় করছেন নায়ক জায়েদ খান ও শাহরিয়াজ। ছবিতে তাঁদের বিপরীতে অভিনয় করবেন মৌ খান ও অস্ট্রেলিয়া প্রবাসী নবাগত নায়িকা নাজ।
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং হাউজ দিপু ভিলায় চলছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শেষ দৃশ্যের শুটিং। পরিচালক দেবাশীষ বিশ্বাসও আজ কাজ বন্ধ রেখেছেন।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুটিং করছি না। আগামীকাল থেকে আবারও শুটিং শুরু করব। আশা করছি আগামী ১৮ তারিখের মধ্যে আমি আমার ছবির দৃশ্যের কাজ শেষ করতে পারব।’