'আনন্দমেলা'য় নুসরাত ফারিয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তানজিল আলমের কোরিওগ্রাফিতে ঢাকার রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন স্টুডিওতে রেকর্ডিং হয়ে গেল ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠান 'আনন্দমেলা'। এবারের আয়োজনে ঈগলস ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে নাচলেন এ সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় হার্টথ্রব নায়িকা নুসরাত ফারিয়া।
ফারিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘নাচ আর সেটা যদি হয় তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে, সেখানে নতুন ভিন্নধারার সৃজনশীল কিছু থাকবেই। আর এবারে আমার পারফরম্যান্সটি সারপ্রাইজ থাকল সবার জন্য।’
তানজিল এনটিভি অনলাইনকে বলেন, ‘ফারিয়া খুবই অসাধারণ একজন শিল্পী, তাঁকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে, যেকোনো আকর্ষণীয় নাচের কোরিওগ্রাফিতে নুসরাত ফারিয়ার পারফরম্যান্সের জুড়ি নেই।’ তিনি আরো বলেন, এবারের আনন্দমেলায় দর্শক নতুনভাবে ফারিয়াকে দেখতে পাবেন।
মাহফুজুর রহমান রিপনের নির্দেশনা ও প্রযোজনায় এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নুসরাত ফারিয়া ও ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যবৃন্দের পরিবেশনায় চায়নিজ এবং ওয়েস্টার্ন থিমে নাচ। এ ছাড়া অংশগ্রহণ করেছেন আইয়ুব বাচ্চু, শওকত আলী ইমন, বালাম, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কোনাল, কনা এবং অন্যান্য শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। অনুষ্ঠানটি বিটিভিতে সম্প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।