রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে এফডিসি ও বাসায় দোয়া মাহফিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/21/photo-1534835863.jpg)
নায়করাজ রাজ্জাকের মৃত্যুর এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দিনটি উপলক্ষে এফডিসি ও গুলশান নিজ বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘রাজ্জাক ভাই শুধু আমাদের শিল্পী নন, তিনি আমাদের জন্য অনুপ্রেরণাও। তিনি আমাদের সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। আজ সকাল থেকে আমরা এফডিসি মসজিদে কোরআন খতম করাচ্ছি। উনার বাসায় পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’
জায়েদ আরো বলেন, ‘আগামীকাল ঈদ, এরই মধ্যে সবাই বাড়ি চলে গিয়েছেন যে কারণে আমরা বড় করে দিনটি পালন করতে পারছি না। তবে আগামী ৮ সেপ্টেম্বর এফডিসিতি রাজ্জাক ভাইয়ের স্মরণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করব। শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা উনার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব।’
নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে রাজ্জাক তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর ‘কার বউ’, ‘ডাক বাবু’তেও অভিনয় করেন। চলচ্চিত্রে নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র।