বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/22/photo-1534950901.jpg)
আজ বুধবার পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তি, সৌহার্দ্য ও আনন্দের বার্তাবহ এই ঈদ। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। বলিউড তারকারা ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুনিয়েছেন শান্তি ও সমৃদ্ধির বাণী।
বলিউড সুপারস্টার আমির খান টুইটারে ঈদ শুভেচ্ছা জানান। লেখেন- ‘প্রত্যেককে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।’ আমিরের থ্রি ইডিয়টস এর সহ-অভিনেতা বোমান ইরানিও সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। লেখেন- ‘সবসময় সমৃদ্ধি, শান্তি ও সুখ কামনা করি।’
পরিচালক আলী আব্বাস জাফর টুইটারে ভক্তদের উদ্দেশে লিখেছেন- ‘সবাইকে ঈদ মোবারক... ভালোবাসা, সুখ ও ভ্রাতৃত্ব।’
অভিনেতা রাজপাল যাদব লেখেন, ‘ঈদ অনাবিল আনন্দ বয়ে আনুক। এই পবিত্র দিনে সবার কামনা সত্য হোক। পরিবারসহ সবাই আল্লাহর আশীর্বাদপুষ্ট হোক। ঈদ মোবারক।’
অনিল কাপুর বলেন, ‘আনন্দপূর্ণ এ দিনে সবাইকে হৃদয়ের গভীর থেকে ঊষ্ণ শুভেচ্ছা। সবার আনন্দে কাটুক।’
এ ছাড়া অভিনেতা ধর্মেন্দ্র, অক্ষয় কুমার, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, সালমান খান, গওহর খান, সানি দেওল, হিনা খান, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন, আমিশা প্যাটেল, কিয়ারা আদভানিসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।