বান্দরবানে যাচ্ছে ‘অঙ্গার’ ছবির ইউনিট
ঢাকায় শুটিংয়ের কাজ শেষ করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবির নাম ‘অঙ্গার’। ছবির বাকি অংশের শুটিং করতে আগামীকাল বান্দরবান যাচ্ছে পুরো ইউনিট।
পরিচালক সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ঢাকার শুটিং ঠিক মতো শেষ করতে পেরেছি। আগামীকাল বান্দরবানে যাচ্ছি। টানা ১৫ দিন কাজ করব সেখানে। ঢাকায় ১৭ তারিখ পর্যন্ত শুটিং করার কথা ছিল, দুদিন আগেই শুটিং শেষ হয়েছে। এটা অনেকেই বিশ্বাস করতে চাইবে না। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্ত বাজেটও কিছুটা কমে। আমার মনে হয় বিষয়টি আমাদের শিল্পীদের ভেবে দেখা দরকার। বান্দরবানে আমরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করব। ছবির চারটি গানের শুটিংও করার ইচ্ছা আছে ওখানেই। গানের শুটিং হবে অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত। সেখানে বান্দরবানের সৌন্দর্যকে আমরা নতুন করে তুলে ধরতে চাই। অনেক লোকেশন আছে, যেখানে এখনো কেউ শুটিং করেনি। সব ঠিক থাকলে আগামী মাসের ১৫ তারিখ শুটিং শেষে ঢাকায় ফিরব। ছবির কাজও শেষ হবে।’
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘অঙ্গার’ ছবিটি। পরিচালক হিসেবে একাই থাকছেন ওয়াজেদ আলী সুমন। রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান , মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই। জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা জুলি ‘অঙ্গার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করছেন।