তৈমুর-ইনাইয়ার রাখিবন্ধন
আজ রাখিবন্ধন। বলিউড তারকারা এ উৎসবে মেতেছেন। তারকারা তাঁদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে, উপহার দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর তারকা পুত্র-কন্যারা?
বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলী খানের বয়স মাত্র দেড় বছর। আর সাইফের বোন সোহা আলী খানের মেয়ে ইনাইয়া এখনো এক বছর পূর্ণ করেনি। এই দুই আদুরে শিশু আজ রাখিবন্ধন উৎসবে মেতেছিল।
সোহা আলী খান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ইনাইয়া তৈমুরকে রাখির ব্রেসলেট পরাতে চেষ্টা করছে। সোহা ক্যাপশনে লেখেন, শক্তিশালী দুজন!
আদুরে ইনাইয়া পরেছিল গোলাপি জামা ও হলুদ পায়জামা। আর তৈমুর? সে পরেছিল সাদা কুর্তা-পায়জামা। ছবির দিকে তাকালেই দেখবেন, কী আদুরে ভঙ্গিতে বোনের দিকে তাকিয়ে আছে তৈমুর।
রাখি পূর্ণিমা বা রাখিবন্ধন বা রক্ষা বন্ধন উৎসবটির মাধ্যমে ভাইবোনের পবিত্র সম্পর্ক পালন করা হয়। এই পবিত্র বন্ধনের মধ্যে থাকে ভাইয়ের প্রতি বোনের আন্তরিক শুভ কামনা, ভাইয়ের মনে থাকে বোনকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ববোধ।