৫ অক্টোবর সিডাবের সাধারণ সভা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/11/photo-1536663622.jpg)
সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব) এফডিসির অন্যতম একটি সংগঠন। এটি বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি নামেই বেশি পরিচিত। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সমিতির সাধারণ সভা। সভায় সমিতির গঠনতন্ত্র সংশোধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি এস আই ফারুক।
এস আই ফারুক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী ৫ অক্টোবর সমিতির সধারণ সভার আয়োজন করেছি। সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু করব। দুপুরে জুমার নামাজের বিরতি এবং সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। সেদিন আমাদের গঠনতন্ত্র সংশোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ফারুক আরো বলেন, ‘আমি আমাদের সব সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই মিলে আমাদের এই সভাকে সার্থক করবেন। তা ছাড়া আমাদের প্যানেলকে সদস্যরা গত দুই নির্বাচনে চার বছরের জন্য নির্বাচিত করেছেন। আমরা এত দিন কী কাজ করেছি, তা সদস্যদের সামনে তুলে ধরতে চাই।’
১৯৮০ সালে এফডিসিতে এই সংগঠনটির জন্ম হয়। শওকত জামিল ও আবুল খায়ের বুলবুল প্রতিষ্ঠাতা সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকে এ পর্যন্ত সমিতি থেকে পরিচালক বের হচ্ছেন এবং সম্মানের সঙ্গে কাজ করছেন।