শাহেন শাহ
প্রযোজকের ওপর নাখোশ শাকিব খান
শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে শুটিং বন্ধ রয়েছে ‘শাহেন শাহ’ ছবিটির। মহরতের পর গত ১১ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও তা শুরু হয়নি। বিষয়টি নিয়ে একটু উষ্মাই প্রকাশ করেছেন ছবির নায়ক শাকিব খান, কারণ এতে শিডিউল বিপর্যয় হতে পারে বলে শঙ্কা তাঁর। তবে ছবির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, আগামী ২৫ তারিখ থেকে ঢাকায় ছবির শুটিং শুরু হবে।
সেলিম খান বলেন, ‘আমাদের কিছু সমস্যার কারণে শুটিংয়ের তারিখ পেছাতে হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। আমাদের কক্সবাজারে টানা শুটিং করার কথা ছিল কিন্তু আমরা শুরুতে ঢাকায় শুটিং করছি। তারপর কক্সবাজারে যাব। আশা করি টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব।’
এ বিষয়ে শাকিব খান বলেন, “আমাদের দেশের প্রযোজকদের আরো সিনসিয়ার হওয়া উচিত। কারণ আমি বাংলাদেশ এবং কলকাতার ছবিতে কাজ করছি। আমার যেমন শাপলা মিডিয়াকে শিডিউল দেওয়া আছে, তেমনি কলকাতায়ও কিছু ছবির জন্য শিডিউল দেওয়া আছে। এখন যদি সময় মতো শাপলা মিডিয়া শুটিং করতে না পারে, তাহলে আমাদের সবারই সমস্যা হতে পারে। কারণ এখন যে শিডিউল দেওয়া আছে, তা শেষ হলে আমাকে অন্য ছবির শুটিং করতে হবে। এতে শিডিউল জটিলতায় পড়তে পারে ‘শাহেন শাহ’ ছবিটি।”
ব্যস্ত শিডিউলের ভেতরেই দেশের ছবির জন্য শাকিব খান সবসময়ই ছাড় দিতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি তো দেশের ছবির জন্য সব সময়ই ছাড় দিয়ে যাচ্ছি। এই ছবির শুটিং পেছানোর পরও অন্য ছবিতে আমি সময় দিচ্ছি না। কারণ একবার অন্য কোনো ছবির শুটিং শুরু করলে সেটা শেষ না করে এই ছবিতে ফিরতে পারব না। কলকাতায় ৩০ দিন শিডিউল নিলে তারা ২৮ দিনের মধ্যে শুটিং শেষ করেন। আর আমাদের এখানে ৩০ দিনের শিডিউল নিলে ৪০ দিনেও শুটিং শেষ করতে পারেন না। এখানে প্রযোজক প্রথমে বলেন, ছবিতে সব অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিন্তু ছবি শুরুর পর দেখা যায় তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এতে আমার কলকাতার ছবিগুলো দর্শক যেভাবে পছন্দ করছেন, সেভাবে আমাদের সব ছবি নিচ্ছেন না। তারপরও আমি দেশি ছবির জন্য ছাড় দিয়েই যাব।’
অবশ্য এরই মধ্যে ‘শাহেন শাহ’ ছবির দুটি রোমান্টিক গানের শুটিং হয়েছে ব্যাংককে। গানের শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এ ছবিতে আরো দেখা যাবে নবাগত নায়িকা রোদেলা জান্নাতকেও। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি, এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।