এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা...
প্রথমবারের মতো বাবা অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেছেন সোনম কাপুর আহুজা। শেলী চোপড়া ধর পরিচালিত ‘এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে বাবা-মেয়ের অভিনয় দেখবেন দর্শক। একটি পাঞ্জাবি পরিবারের জীবন নিয়ে নির্মিত ছবিটি আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি নির্মাতা নতুন তারিখ ঘোষণা দিয়েছেন—১ ফেব্রুয়ারি ২০১৯।
এর পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে কানাঘুষা চলছে। তবে সংবাদমাধ্যম ডিএনএকে সোনম জানিয়েছেন বিস্তারিত।
ফের শুটিং হবে না
অনুমান করা হয়েছিল, নির্মাতা সম্ভবত ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ পুনরায় শুটিং করবেন, তাই ছবির মুক্তির তারিখ পিছিয়ে নিয়েছেন। কিন্তু সোনম এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ফের শুটিং করার কোনো পরিকল্পনা নেই। শুটিং শেষ।
সুনম বলেন, ‘ছবিতে আমার লুক একদম আলাদা। ছবির জন্য আমার চুল সোজা করেছি। জয়া ফ্যাক্টর ছবির জন্য আমি ইতিমধ্যে চুল কেটে ফেলেছি এবং কোঁকড়া করেছি। কীভাবে আমরা ফের শুট করব? এটা অযৌক্তিক।’
প্রকৃত কারণ
সোনম জানান, ছবিটির মুক্তি চার মাস এগিয়ে নেওয়ার কারণ সম্পূর্ণ ভিন্ন। বলেন, ‘মুক্তির জন্য আমরা ভালো তারিখ পাচ্ছিলাম না। প্রত্যেক সপ্তাহেই কেউ না কেউ নিয়ে রেখেছে। তাই, সবাই মিলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।’
এর বেশি আর বলতে চাননি সোনম।
১৯৯৪ সালে মুক্তি পায় অনিল কাপুর ও মণীষা কৈরালা অভিনীত ‘১৯৪২ : এ লাভ স্টোরি’ ছবিটি।
ওই সময়ে এ ছবির গান ‘এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ তুমুল জনপ্রিয় হয়। গানটি এখনো জনপ্রিয়।