এফডিসিতে চলছে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
এফডিসিতে আজ নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হচ্ছে। ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন আমজাদ হোসেন। এ ছাড়া রয়েছেন মামুনুর রশীদ ও এস এম মহসীন।
নির্বাচন সম্পর্কে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দিনব্যাপী এই কার্যক্রম চলবে।’
এবারের নির্বাচনে ৫২ জন প্রার্থী হয়েছেন। ৪৯০ জন ভোটার। তাঁদের ভোটে আগামী দুই বছরের জন্য ২০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে প্রদিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন পরিচালক সালাহউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। অন্যদিকে, এস এ হক অলিক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এখন এফডিসিতে আছি। খুব ভালো লাগছে। ভোটে জয়লাভ করলে নির্মাতাদের পক্ষে ভালো কাজ করব।’
ডিরেক্টরস গিল্ডের নির্বাচন গতবার অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এবারের নির্বাচন বাংলাদেশ শিশু একাডেমিতে হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এফডিসিতে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন মামুনুর রশীদ।