শিশুবান্ধব ওয়েব সিরিজ বানাবেন সালমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/29/photo-1538221234.jpg)
বলিউড সুপারস্টার সালমান খান খুব ব্যস্ত থাকেন। অভিনয় ছাড়াও তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। সামাজিক কাজ তো আছেই। এখন তিনি প্রযোজনাও করছেন। তাঁর নিজস্ব প্রতিষ্ঠান আছে। নাম এসকেএফ (সালমান খান ফিল্মস)। আর কিছুদিন পরই নবাগত আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসেন অভিনীত ‘লাভযাত্রী’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিটি তাঁর প্রযোজনায় নির্মিত।
আগামী ৫ অক্টোবর ‘লাভযাত্রী’ মুক্তি পাবে। দেশের বাইরে ছবিটির প্রদর্শনী যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য ব্যক্তিগতভাবেও কাজ করবেন তিনি। ‘লাভযাত্রী’ ছবিটির পরিচালক অভিরাজ কে মিনাওয়ালা। তাঁর সঙ্গে অসাধারণ সম্পর্ক বলিউড ভাইজানের।
এ ছাড়া আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে কাজ করছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগে ইউরোপের দেশ মালটায় এ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ হয়। এখন তৃতীয় শিডিউলের শুটিংয়ের জন্য আবুধাবি পৌঁছেছে ভারত টিম।
সালমান খান এখন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানটির জন্য অনেক সময় দিচ্ছেন। শুধু সিনেমাই নয়, টেলিভিশন অনুষ্ঠানও নির্মাণ করবেন তিনি।
সংবাদমাধ্যম ডিএনএকে একটি সূত্র বলেছে, ‘সালমান খান শিগগিরই ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। তাঁর হাতে এখন তিন-চারটি চিত্রনাট্য রয়েছে। তিনি তাঁর লেখক টিমকে সেগুলো দেখভালের জন্য বলেছেন।
‘সালমান চার বছরের শিশুদের উপযোগী ওয়েব সিরিজ বানাতে চান। তিনি সেলফ-সেন্সরশিপে বিশ্বাস করেন এবং তাঁর লক্ষ্য পরিবারের সবাইকে একসঙ্গে বিনোদন দেওয়া।’
ভক্তরা আশা করছেন, সালমান খানের শিশুবান্ধব ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হবে।