যোধপুরে যে কারণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর হবু বর মার্কিন গায়ক নিক জোনাস যোধপুর গিয়েছেন তাঁদের বিয়ের অনুষ্ঠানের স্থান নির্বাচন করতে। গতকাল মঙ্গলবার এই যুগল যোধপুরে যান। এর পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রকৃত কারণ বিয়ে থেকে শত-সহস্র দূরের!
আসল ঘটনা হলো, যোধপুরের বিখ্যাত মেহরনগড় দুর্গে উদযাপিত হয় প্রিয়াঙ্কা চোপড়ার বন্ধু তামান্না দত্তর স্বামী সুদীপ দত্তর জন্মদিন। এ উপলক্ষে তাঁরা সেখানে যান।
জন্মদিন উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সুদীপ দত্তকে ‘মহারাজা’ বলে শুভ জন্মদিন জানিয়েছেন। লিখেছেন, ‘একসঙ্গে সময় কাটাতে পেরে অনেক খুশি! সব সময় কামনা করি, জীবনের সেরাটা হোক। সারা রাত হাসো আর নাচো!’
দুপুরে সুদীপের জন্মদিন উদযাপনের পর প্রিয়াঙ্কা ও তাঁর বাগদত্তা নিক সন্ধ্যায় মুম্বাইয়ে ফিরে যান।
প্রিয়াঙ্কা চোপড়া এখন সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে আরো রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।
ছবিটি আয়শা চৌধারিকে নিয়ে নির্মিত। ১৯৯৬ সালের ২৭ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস বা ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হন। এরপরই তিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি। তাঁর জীবনসংগ্রাম নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি।
ছবিটি প্রযোজনা করছেন রোনি স্ক্রুইবালা ও সিদ্ধার্থ রায় কাপুর। এ ছবিতে প্রিয়াঙ্কা জাইরার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। মুম্বাই, দিল্লি, লন্ডন ও আন্দামানে এ ছবির শুটিং হবে। ছবির সংলাপ রচনা করেছেন জুহি চতুর্বেদী ও সংগীতে রয়েছেন প্রীতম চক্রবর্তী।
তা ছাড়া হলিউডের ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামে সিনেমাটিতে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ খ্যাত মার্কিন অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে অভিনয় করবেন তিনি। এতে প্র্যাটের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন ‘কোয়ান্টিকো’ খ্যাত এই অভিনেত্রী। সূত্র : ইন্ডিয়া টিভি