বিধবাদের সমর্থন পেলেন নানা, তনুশ্রীর ছবিতে আগুন
এক দশক আগে সহ-অভিনেতা তনুশ্রী দত্তকে যৌন হেনস্তা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার—এমন অভিযোগের পর বি-টাউন এখন নিপীড়নবিরোধী আন্দোলনে সোচ্চার। তবে গত শনিবার ‘অপ্রত্যাশিত পক্ষ’ থেকে সমর্থন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নানা পাটেকার। মহারাষ্ট্রের বিধবা কিষানিরা তাঁকে সমর্থন দিয়েছেন।
ভারতের মহারাষ্ট্রের পন্ধরকাবাড়া গ্রামের কিষানি বিধবাদের সংগঠন বিদর্ভ ফার্ম উইডোস অ্যাসোসিয়েশনের দাবি, ‘আমাদের ভাই নানা পাটেকারের ওপর প্রতিশোধমূলক নিপীড়ন বন্ধ হোক।’
নানা পাটেকারের পক্ষে ওই নারীরা স্লোগান দেন। বলেন, তনুশ্রী দত্ত ‘অপ্রয়োজনীয়ভাবে পাটেকারের সম্মান ক্ষুণ্ণ করছেন।’ ‘বাবা সমতুল্য’ নানা এই বিধবা নারীদের নানাভাবে সাহায্য করেছেন, যাঁদের স্বামী ভূস্বামীদের দ্বারা নিগৃহীত হয়ে আত্মহত্যা করেছেন।
ওই বিধবা নারীরা তনুশ্রী দত্তর ছবি ও প্রতিকৃতিতে আগুন জ্বালান।
গত মাসে সাবেক ইন্ডিয়া তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে নানা পাটেকার তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। তবে নানা পাটেকার তনুশ্রীর সব অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন।
গতকাল শনিবার মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগও দেন তনুশ্রী। ঘটনার সত্যতা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে নানা পাটেকার তনুশ্রীর সব অভিযোগ মিথ্যা বলেন এবং ক্ষমা চাইতে তাঁকে আইনি নোটিশও পাঠান।
সম্প্রতি নানা পাটেকার রাজস্থানের জয়সালমারে ‘হাউসফুল-৪’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শনিবার মুম্বাই বিমানবন্দরে নামার পর সংবাদকর্মীরা তাঁকে তনুশ্রীর অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করেন। নানা বলেন, ‘যা বলার ১০ বছর আগেই বলেছি। মিথ্যা মিথ্যাই। শিগগিরই আমি সংবাদ সম্মেলন করব।’
শুধু নানা পাটেকারই নয়, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও হেনস্তার অভিযোগ আনেন তনুশ্রী। ‘আশিক বানায়া আপনে’-খ্যাত এ অভিনেত্রী বলেছেন, ২০০৫ সালে ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শুটিং চলাকালে সহ-অভিনেতা ইরফান খানের সামনেই বিবেক তাঁকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। তবে বিবেক এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন তনুশ্রীকে।
তনুশ্রীর অভিযোগের পর বলিউডে তোলপাড় শুরু হয়। এর আগে হলিউডে যখন হ্যাশটাগ দিয়ে মি টু আন্দোলন চলছিল, তখন কার্যত নীরব ছিল বি-টাউন। এখন নিপীড়নবিরোধী মত দিয়ে সোচ্চার হচ্ছেন বলিউডের তারকারা।
তারকা অভিনেতা স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, ফ্রিদা পিন্টো, কাজল, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, স্বপ্না পাব্বি, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংসহ অনেকেই তনুশ্রীকে সমর্থন জানিয়েছেন। তাঁরা বলছেন, বলিউডে নিরাপদ কাজের পরিবেশ জরুরি হয়ে পড়েছে। সূত্র : আজ কি খবর।