বোনের লড়াইয়ে নীরব কেন বোন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/13/photo-1539416379.jpg)
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের পর নড়েচড়ে বসেছে বি-টাউন। হ্যাশট্যাগ দিয়ে চলছে মি টু আন্দোলন। তনুশ্রীর অভিযোগের পর যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই।
দুই বছর আগে হলিউডে যখন হ্যাশট্যাগ দিয়ে মি টু আন্দোলন চলছিল, তখন কার্যত নীরব ছিল বি-টাউন। তনুশ্রীর অভিযোগের পর নড়েচড়ে বসে বলিউড। এখন বলিউডে চলছে মি টু ঝড়।
নানা পাটেকারের পর অভিনেতা-পরিচালক রজত কাপুর, অলোক নাথ, গৌরাঙ্গ দোশি, সংগীতশিল্পী কৈলাশ খের, কমেডিয়ান কানন গিল, উৎসব চক্রবর্তী, পরিচালক বিকাশ বেহল, উমেশ ঘাড়জি, লুভ রঞ্জনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
গত মাসে সাবেক ভারতসুন্দরী ও ‘আশিক বানায়া আপনে’-খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার তাঁকে যৌন হয়রানি করেছেন। ওই ঘটনার পর তিনি ভেঙে পড়েন। ছবির দুনিয়া ছেড়ে চলে যান।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনেন তনুশ্রী। বলেন, ‘চকলেট’ ছবির শুটিং চলাকালে বিবেক তাঁকে ‘পোশাক খুলে’ নাচতে বলেছিলেন।
তারকা দুই বোনের সেলফি। ছবি : ইনস্টাগ্রাম
নানা পাটেকারের বিরুদ্ধে যখন তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন টুইঙ্কেল খান্না। বলেছিলেন, ‘সাহসী নারী’। নানার বিরুদ্ধে মুখ খোলায় তনুশ্রীর প্রশংসা করেছিলেন টুইঙ্কেল।
টুইঙ্কেল খান্না বলেন, ‘যৌন হয়রানি ও হুমকিহীন কাজের পরিবেশ মানুষের মৌলিক অধিকার। আর এ ব্যাপারে মুখ খুলে এ সাহসী নারী (তনুশ্রী দত্ত) লক্ষ্য অর্জনে পথ দেখিয়েছে।’
তবে টুইঙ্কেলকে তনুশ্রী খোঁচা মেরে বলেন, ‘ম্যাম, আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ। কিন্তু আপনার স্বামী (অক্ষয় কুমার) তো এখনো নানা পাটেকারের সঙ্গে শুটিং (সাজিদ খানের হাউজফুল-৪) করছে। এ ব্যাপারে কী বলবেন?’
যাহোক, তনুশ্রী দত্ত যখন যৌন হেনস্তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন, আর তাঁর পাশেও দাঁড়িয়েছেন অনেক তারকা, তখন তাঁর বোন ইশিতা দত্ত মুখে কুলুপ এঁটেছেন। ভারতের সংবাদমাধ্যম ডিএনএ বলছে, ‘দৃশ্যম’ অভিনেত্রী ইশিতার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তারা তাঁকে পায়নি।
এক প্রতিবেদনে ডিএনএ জানিয়েছে, তারা এ ব্যাপারে ইশিতাকে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি। বোনের লড়াইয়ে বোনের নীরবতায় বিস্মিত হয়েছেন অনেকে!
সম্প্রতি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন মি টু আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘কোনো নারীই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হন। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্রে।’ বলিউডের সব তারকাই নিরাপদ কাজের পরিবেশ চেয়েছেন।