দুস্থ শিশুদের সঙ্গেই কাটছে পরীর জন্মদিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/24/photo-1540367391.jpg)
আজ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরী মণির জন্মদিন। দিনটি স্মরণীয় করে রাখতে মিরপুরে একটি পথশিশুদের স্কুলে সময় কাটাচ্ছেন তিনি। সন্ধ্যায় কাছের বন্ধুদের নিয়ে একটি অভিজাত হোটেলে কেক কাটবেন পরী।
পরী মণি এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন আমি মিরপুরে একটি শিশুদের স্কুলে সময় কাটাচ্ছি। সারা দিন তাদের সঙ্গে খেলা করব, খাওয়া-দাওয়া করব। শিশুদের নির্মল হাসি দেখব, তাদের সঙ্গে নিজেও হাসব। আসলে আমার জন্মদিনের শুরুটা তাদের সঙ্গে অনেক ভালো কাটে। মন শান্তিময় হয় এদের কাছে এলে। আসলে নিজের ভালো লাগার জন্যই এই শিশুদের সঙ্গে সময় কাটানো।’
সন্ধ্যার অনুষ্ঠান নিয়ে পরী বলেন, ‘আমি সব কাছের মানুষকে কাছে রাখতে চাই। বিশেষ দিনে সেই চাওয়াটা আরো বেড়ে যায়। যে কারণে আসলে সন্ধ্যায় কাছের মানুষদের দাওয়াত করেছি। সবাইকে নিয়ে কেক কাটতে চাই। সবার দোয়া নেব।’
বরাবরের মতো এবারও পরীর পার্টিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পোশাক। ছেলেদের কালো আর মেয়েদের পরে আসতে হবে সোনালি রঙের পোশাক। কালো সাধারণত শোকের রং। জন্মদিনে কালো কেন—জানতে চাইলে পরী হেসে বলেন, ‘আমি মনে করি না কালো শোকের রং। বরং আমার কাছে মনে হয়, যেকোনো রং ব্যবহার করে আনন্দ করা যায়। কালো শুধু শোকের রং নয়, বরং আনন্দেরও বিষয় হতে পারে।’
নিজের ব্যস্ততা নিয়ে পরী বলেন, ‘মুক্তির অপেক্ষায় আছে একটি চলচ্চিত্র। আর কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রকে বোঝার চেষ্টা করছি। আগামী দিনে ভালো চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। এখন তারই প্রস্তুতি নিচ্ছি।’
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পরী। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই ২৩টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। ‘রানা প্লাজা’ ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন পরী মণি। ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’ ছবিতে কাজ করে প্রশংসিত হন পরী। মুক্তির অপেক্ষায় আছে পরীর শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’।